প্রায় ২ বছর ধরে বাচ্চারা বাড়ি থেকেই পড়াশোনা করেছে। ঘরের চারটি দেওয়াল, ল্যাপটপ ছিল তাদের সঙ্গী। এই কারণে অনেক বাচ্চার মধ্যে অসামাজিক আচরণ দেখা গিয়েছে। বাচ্চার মধ্যে এমন আচরণ দেখলে সতর্ক হন। তাকে বন্ধুদের সঙ্গে দেখা করান, ঘুরতে নিয়ে যান। সে কীভাবে কারও সঙ্গে মেলামেশা করবে, তার শিক্ষা দিন। তা না হলে, এই সমস্যা বড় আকার নেবে।