বাড়ি ঝাড়খন্ডের (Jharkhand) গুমলা জেলার বুরু গ্রামে। নক্সালদের (Naxals) আক্রমণে হারাতে হয়েছিল বাবাকে। তখন হাঁটতেও শেখেনি ছোট্ট মেয়েটি। কিন্তু জীবন সংগ্রামে লড়াইয়ের জন্য যে দৌড় সেদিন শুরু করেছিলেন সেই পরবর্তীতে সেই দৌড় তাকে এনে দিল জাতীয় রেকর্ড। খেলো ইন্ডিয়া গেমসে ( Khelo India games) সোনা জিতলেন ঝাড়খন্ডের সুপ্রীতি কাছাপ (Supriti Kachhap)। সুপ্রীতি ও তার পরিবারের জীবন সংগ্রামের কাহিনি দেশবাসীর কাছে অনুপ্রেরণার।