Cardiac Arrest Symptoms: প্রতিদিনই কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুর হচ্ছে বহু মানুষের, জেনে নিন এই রোগের লক্ষণ

হঠাৎ যদি কোনও ব্যক্তির হৃদস্পন্দন পুরোপুরি থেমে যায়, তাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। সাধারণত একে ম্যাসিভ হার্ট অ্যাটাকও (Heart Attack) বলা হয়। এই অ্যাটাকের ফলে দেহে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তৎক্ষণাত মৃত্যু হয়। 

ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ। জলখাবার খেয়ে প্রেসার (Pressure) ও সুগারের (Diabetes) ওষুধ। এরপর সারাদিনে হার্ট (Heart), কোলেস্টেরলের (Cholesterol), থাইরয়েডের (Thyroid) ওষুধ তো আছেই। শুধু বয়স্করা নয়, এই জীবনযাত্রা সব বয়সেই। আজকাল ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরলে আক্রান্ত রোগী ঘরে ঘরে। সারাদিন নানা রকম রোগের ওষুধ খাচ্ছেন অনেকে। এতে যে রোগের নিষ্পত্তি ঘটছে এমন নয়। শুধু রোগ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন খেতে হচ্ছে এত ওষুধ। তা সত্ত্বেও এই সকল রোগে মৃত্যু (Died) হচ্ছে বহু মানুষের।  

প্রতি নিয়ত দেশে কার্ডিয়াক অ্যারেস্টে (Cardiac Arrest) মৃত্যুর ঘটছে বহু মানুষের। হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে প্রাণ হারান অনেকেও। আজ জেনে নিন কার্ডিয়ার অ্যারেস্ট কী। আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ কী কী। ডাক্তারি মতে, হঠাৎ যদি কোনও ব্যক্তির হৃদস্পন্দন পুরোপুরি থেমে যায়, তাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। সাধারণত একে ম্যাসিভ হার্ট অ্যাটাকও (Heart Attack) বলা হয়। এই অ্যাটাকের ফলে দেহে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তৎক্ষণাত মৃত্যু হয়। 

Latest Videos

বুকে ব্যথা- বুকে ব্যথা হল কার্ডিয়াক অ্যারেস্টের (Cardiac Arrest) প্রধান লক্ষণ। হঠাৎ করে, প্রচন্ড বুকে ব্যথা অনুভূত হলে এক মুহূর্ত সময় নষ্ট করবেন না। তৎক্ষণাত ডাক্তারি পরামর্শ নিন। ইসিজি করানোর প্রয়োজন বুকে ব্যথা হলে। এই ইসিজি-তেই (ECG) ধরা পড়ে হার্টের স্বাস্থ্য। এমনকী, যদি কদিন ধরে টানা বুকে হালকা ব্যথা অনুভূত হয়, তাহলেও ডাক্তার দেখান। হার্টের রোগ ফেলে রাখবেন না। এতে সমস্যা বাড়বে। 

শ্বাসকষ্ট- কার্ডিয়াক অ্যারেস্ট হলে শ্বাসকষ্ট অনুভূত হয়। ব্যায়াম (Exercise) করলে কিংবা সামান্য শারীরিক পরিশ্রমে শ্বাসকষ্ট অনুভূত হলে ডাক্তার দেখান। শুধু কাজের সময় নয়, ঘুমের সময়ও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তাই শ্বাসকষ্ট জনিত সামান্য সমস্যা অনুভূত হলেই ডাক্তারি পরামর্শ নিন। 

বুকে ধড়ফড়ানি- বুকে ধড়ফরানি হল কার্ডিয়াক অ্যারেস্টের (Cardiac Arrest) লক্ষণ। অনিয়মিত বুকের হৃদস্পন্দনের ফলে অ্যারিথমিয়া দেখা দেয়। ধড়ফড়ানি অনুভূব করলে ডাক্তারি পরামর্শ নিন। সঠিক সময় হৃদপিন্ডের স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। 

আরও পড়ুন: রইল ভিটামিন ডি-র কয়টি গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন খাদ্যতালিকায় কেন রাখবেন ভিটামিন ডি

আরও পড়ুন: রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই ১০টি খাবার, জেনে নিন কী কী খাবেন

দুর্বলতা ও মাথা ঘোরা- দুর্বল (Weak) লাগা কিংবা মাথা ঘোরার মতো সমস্যা অনুভব করলে ফেলে রাখবেন না। হার্টের সমস্যা থেকে এগুলো অনুভূত হয়। আপনি যদি দুর্বলতা, মাথা ঘোরা বা মাথা ব্যথার সমস্যায় প্রয়শই ভোগেন তাহলে ডাক্তারি পরামর্শ নিন। এই সকল সমস্যা কার্ডিয়াক অ্যারেস্টের কার্ডিয়াক অ্যারেস্টে (Cardiac Arrest) ইঙ্গিত দেয়। 
 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News