Health Tips- প্রচণ্ড খিদের মুখে এই খাবারগুলো খাচ্ছেন না তো, সাবধান নয়তো ভয়ানক বিপদ

এমন কিছু খাবার আছে, যা খালি পেটে বা খুব খিদে পেলে খাওয়া একদম উচিৎ নয়। জেনে নিন কোন খাবারগুলি খিদের সময়ে একেবারেই খেতে নেই।

জীবদেহে শক্তির (Power) উৎস হল খাদ্য। জীবদেহের যাবতীয় বিপাক ক্রিয়া, যেমন : শ্বসন, রেচন,পুষ্টি ইত্যাদি এবং শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, যেমন-বৃদ্ধি, চলন-গমন, জনন ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। সুতরাং জীবন ধারনের জন্য প্রত্যেক জীবকেই খাদ্য (Food) গ্রহণ করতে হয়। তাই, যে সব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উৎপাদন ও ক্ষয়পূরন হয়, তাকেই খাদ্য বলে। আমাদের মধ্যে অনেকেই এমন আছেন সময় খিদে (Hungry) পেলে যা পান পেট ভরানোর জন্য খেয়ে নেন। তবে জানেন কী, এই স্বভাব (Habits) স্বাস্থ্যের (Health) জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ এমন কিছু খাবার আছে, যা খালি পেটে বা খুব খিদে পেলে খাওয়া একদম উচিৎ নয়। জেনে নিন কোন খাবারগুলি খিদের সময়ে একেবারেই খেতে নেই।

খালি পেটে কখনই চা, কফি, ফলের রস খাওয়া উচিৎ নয়। এর ফলে অ্যাসিডিটি তৈরি করে। ফলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের খালি পেটে চা বা কফি পান করাটা অত্যন্ত ক্ষতিকর। তাই খিদে পেলে প্রথমে খানিকটা জল পান করুন তারপর সবজি খান। বা সবজির সালাদও খেতে পারেন। সেদ্ধ ডাল বা মশলা ছাড়া মুরগীর মাংসও খেতে পারেন।

Latest Videos

আরও পড়ুন: Parenting: ক্রমে বাড়ছে বাচ্চার রাগ ও জেদ, জেনে নিন বাচ্চার হিংসাত্মক আচরণের মোকাবিলা করবেন কী করে

আরও পড়ুন: Parenting: একাকীত্ব, নির্জনতাতেই আজকাল স্বচ্ছন্দ্যবোধ করছে সন্তান, জেনে নিন কীভাবে বদল করবেন এমন স্বভাব

অনেক সময় এমনও দেখা যায় খাবার খাওয়ার কিছুক্ষণ আগেই হালকা খিদে পেয়ে যায়। ঠিক তখন হয়তো লাঞ্চ করার সময়ও হয়নি। এমন সময় আমরা অনেকেই খুচখাচ কিছু খাবার খেয়ে নিন। কুকিজ বা চিপস যা সাধারনত মুখ চালানোর কাজ করে। তাই লাঞ্চের আগে হালকা খিদের সময় বিস্কুট বা চিপস না খেয়ে একটা কেক বা স্যান্ডউইচ খান। এতে পেট ভরাও থাকবে আর তেমন একটা ক্ষতিও করবে না।

দুপুরের খাওয়ার খেতে দেরি হয়ে গেলে হাতের কাছে পাওয়া ঝাল ঝাল কোনও মুখরোচক খাবার খেয়ে নিলেন, এমনটা হলেই মুশকিল। খিদের সময় খুব মশলা বা ঝাল ঝাল খাবার খেলে আপনার হজমের সমস্যা তৈরি হবে। খালি পেটে ঝাল খাবার খেলে এই মশলা আপনার পাকস্থলীর ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই এই ধরনের খাবার খাওয়ার আগে দুধ বা দই খেতে পারেন। এতে সরাসরি ঝালের প্রভাব পাকস্থলীর ওপর পড়বে না। ফলে শরীরও সুস্থ থাকে।

যতই পছন্দের হোক খালি পেটে কখনই ফল খেতে নেই। একটা আপেল বা একটা কলা খেয়ে বেশি ক্ষণ পেট ভরা থাকে না। আর সকাল বা ফল খাবার আগে প্রোটিন জাতীয় খাবার খেয়ে তবেই ফল খাওয়া উচিত। সে রকম হলে খানিকটা বাদাম খেয়ে নিতে পারেন। এর পরে ফল খেলে কোনও অসুবিধা হয় না।

  

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury