সম্পূর্ণ সুস্থ রয়েছেন অমর্ত্য সেন, বাবার মৃত্যুর গুজবে রীতিমত বিরক্ত নোবেলজয়ীর কন্যা নন্দনা সেন

মঙ্গলবার তাঁর মৃত্যুর খবরে আচমকাই যেন বিষাদের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা দেশে। প্রতিটি সংবাদপত্র এই খবর শিরোনাম করে। তবে এই খবর যে সম্পূর্ণ ভুয়ো ও গুজব, তা নিশ্চিত করেছেন খোদ অমর্ত্য কন্যা নন্দনা সেন।

সম্পূর্ণ সুস্থ রয়েছেন বিখ্যাত নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অমর্ত্য সেন ১৯৩৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।

মঙ্গলবার তাঁর মৃত্যুর খবরে আচমকাই যেন বিষাদের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা দেশে। প্রতিটি সংবাদপত্র এই খবর শিরোনাম করে। তবে এই খবর যে সম্পূর্ণ ভুয়ো ও গুজব, তা নিশ্চিত করেছেন খোদ অমর্ত্য কন্যা নন্দনা সেন। তিনি জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছেন তিনি। নন্দনা বলেন, ‘‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলাম।’’

Latest Videos

প্রসঙ্গত এই খবরের গুজব ছড়িয়ে পড়ার পিছনে অন্যতম কারণ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তাঁর ‘এক্স’ হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’

তার পরেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ অমর্ত্যের মৃত্যু নিয়ে এই পোস্ট করলেন সদ্য নোবেলজয়ী ক্লডিয়া? তাঁর প্রথম পোস্টের ৪৫ মিনিট পর ফের দ্বিতীয় একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডলে। সেখানে লেখা হয়, ‘এই অ্যাকাউন্টটি ভুয়ো। ইটালিয়ান সাংবাদিক টোমাসো ডেবেনেডেট্টি এই অ্যাকাউন্টটি তৈরি করেছেন।’

 

 

নন্দনা নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলেও বাবার সুস্থতার খবর জানান। তিনি লেখেন বাবা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। অমর্ত্য ভাল রয়েছেন। তিনি বস্টনে রয়েছেন। নন্দনা রয়েছেন নিউ ইয়র্কে।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari