Budget 2025: নির্মলার বাজেটে এই ৫টি ঘোষণায় স্বস্তি মধ্যবিত্ত করদাতাদের

Published : Jan 13, 2025, 03:22 PM IST

আর মাত্র কয়েকটা দিন! তারপরই বাজেট ২০২৫ পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কী কী সুবিধে থাকতে পারে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

PREV
110
বাজেট ২০২৫

আর মাত্র কয়েক দিন পরেই ২০২৫ সালের বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। এই বাজেটে মধ্যবিত্তদের সুরাহার জন্য কী কী থাকতে পারে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

210
সুপারিশ

বাজেট ২০২৫-এর জন্য ইতিমধ্যেই অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা ট্যাক্স কমানোর সুপারিশ করেছেন।

310
সুপারিশে দাবি

অর্থনীতিবিদ ও শিল্প প্রতিনিধিরা সুপারিশে বলেছেন ট্যাক্স যদি কমানো হয় তাহলে মানুষের হাতে খরচের জন্য বেশি টাকা থাকবে।

410
বাড়বে জিডিপি

কেন্দ্রীয় সরকারকে যে সুপারিশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, বলা হয়েছে মানুষ যদি বেশি পয়সা খরচ করে তাহলে দেশের জিডিপি বাড়বে।

510
ট্যাক্স বিশেষজ্ঞদের মত

ট্যাক্স বিশেষজ্ঞদের মতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ যদি এই পাঁচটি সুপারিশ করে তাহলে তাদের করদাতাদের সুবিধে হবে আর বাড়বে দেশের জিডিপি। সুপারিশগুলি হল

610
ইনকাম ট্যাক্সের হার কমানো

সরকার বার্ষিক ১৫-২০ লাখ টাকা পর্যন্ত ইনকাম সিলিংয়ের জন্য ট্যাক্স কমাতে পারে। বর্তমানে ইনকাম ট্যাক্সের পুরনো পদ্ধতিতে বর্ষিক ১০ লক্ষ টাকার বেশি আয়ের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ ট্যক্স আরোপিত হয়। নতুন পদ্ধতিতে ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ওপর ৩০ শতাংশ ট্যাক্স দিতে হয়।

710
ট্যাক্স কমানোর আবেদনের কারণ

বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছর বেড়েছে মুদ্রস্ফীতি। যার কারণে দিল্লি মুম্বই, বেঙ্গালুরুর মত বড় শহরগুলিতে ১৫-২০ লক্ষ টাকা আয় করা পরিবারের জন্য জীবিকা নির্বাহ করতে সমস্যা তৈরি হচ্ছে। ট্যাক্স কমালে সংশ্লিষ্ট পরিবারগুলি অন্যখাতে খরচ বাড়াতে পারে।

810
সিনিয়র সিটিজেনদের জন্য সুবিধে

সরকার প্রবীণ নাগরিকদের জ্য এক্সস্পশন লিমিট বাড়ালে সুবিধে পাবেন এই শ্রেণির করদাতারা। বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য কোনও আলাদা এক্সেস্পশন লিমিট নেই। ট্যাক্স বিশেষজ্ঞদের মতে সরকার এই লিমিট ১০ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে।

910
হোম লোনের ওপর ছাড়়

বর্তমানে হোম লোনের ইন্টারেস্ট ও প্রিন্সিপাল দুটির ওপরই ছাড় পাওয়া যায়। তবে এটি শুধুমাত্র ইনকাম ট্যাক্সের পুরনো পদ্ধতির ট্যাক্সপেয়ার জন্যই প্রযোজ্য। ট্যাক্স বিশেষজ্ঞদের মতে সেকসন ২৪বি অনুযায়ী হোম লোনের ইন্টারেস্টের জন্য যে ২ লক্ষ টাকার বার্ষিক ডিডাকশন পাওয়া যায় তা বাড়িয়ে ৩ লক্ষ বা তারও বেশি করা উচিৎ।

1010
স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের ওপর ছাড়

ইনকাম ট্যাক্সের সেকশন ৮০ডি অনুযায়ী স্বাস্থ্যবিমা প্রিমিয়ামের ওপর ডিডাকশন পাওয়া যায়। যদি কোনও ব্যক্তির বয়স ৬০ বছরের কম হয় তাহলে তাঁকে স্বাস্থ্য বিমান প্রিমিয়ামের ওপর বার্ষিক ২৫০০০ টাকার ছাড় দেওয়া যেতে পারে। আর ৬০এর ওপর হল ৫০ হাজার টাকা ছাড় দেওয়া যেতে পারে। এতে বিমা আরও বেশি নাম নথিভুক্ত হওয়ার সুয়োগ রযেছে।

click me!

Recommended Stories