ইসরোর তৈরি চন্দ্রযান ৩ এই নিয়ে পরপর দুটি কক্ষপথ পরিবর্তন করল। ইসরো জানিয়েছ আরও তিনটি কক্ষপথ পার হলেই বাধা মুক্ত হবে চন্দ্রযান ৩।
গন্তব্যের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান ৩। চাদের পথে যাওয়ার জন্য পরপর দুটি কক্ষপথ সাফল্যের সঙ্গে পার কররেছে। চাঁদের পথে আরও একধাপ এগিয়ে গেল। তবে এখনও ইসরোর তৈরি চন্দ্রযান ৩-এর সামনে রয়েছে তিনটি হার্ডেল।
ইসরোর তৈরি চন্দ্রযান ৩ এই নিয়ে পরপর দুটি কক্ষপথ পরিবর্তন করল। ইসরো জানিয়েছ বর্তমানে চন্দ্রযান ৩ বর্তমানে অবস্থান করছে ৪১৬০৩ কিলোমিটার গুণ ২২৬ কিলোমিটার কক্ষপথে। মঙ্গলবার বিকেল দুপুর ২টো থেকে বিকেল ৩টের মধ্যে চন্দ্রযান আবারও আবারও কক্ষপথ পরিবর্তন করবে। পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তির গণ্ডি ছাড়িয়ে চাঁদের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই চন্দ্রযান ৩কে আরও তিনবার কক্ষপথ পরিবর্তন করতে হবে। তারপরই চাঁদের পথে এগিয়ে যেতে আর কোনও বাধা থাকবে না।
ভারতের এই মহাকাশযানটি দুটি মহাকাশীয় বস্তুর মধ্যে প্রায় ৩৮৪০০০ কিলোমিটার জুড়ে চাঁদে তার গতিপথ শুরু করার আগে পৃথিবীর চারপাশে লুক করে কয়েকটি কক্ষপথে উত্থাপনের কৌশলের মধ্যে দিয়ে যায়। ভারতের এই মুন মিশনের খরচ প্রায় ৬১৫ কোটি টাকা। ইসরো আরও জানিয়েছে, উৎক্ষেপণেক মাত্র ৯০০ সেকেন্ডের মধ্যেই মহাকাশযান LVM-3 থেকে আলাদা হয়ে যায়।একবার মহাকাশযানটি চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে প্রবেশ করলে, এটি ধীরে ধীরে তার উচ্চতা কমাতে এবং চাঁদের চারপাশে একটি বৃত্তাকার কক্ষপথে প্রবেশ করার জন্য গতি কমিয়ে ফেলবে। চন্দ্রযান ৩র সফল উৎক্ষেপণ ইসরোর সঙ্গে ভারতে বিশেষ সম্মান দিয়েছে। আমেরিকা, রাশিয়া, চিনের পরে ভারত হবে চতুর্থ দেশ যাদের মহাকাশ যান চাঁদের মাটি স্পর্শ করবে। চন্দ্রযান -৩এর ল্যান্ডারের নাম বিক্রম আর রোভারের নাম প্রজ্ঞান। ৪০ দিন পরে আগামী ২৩ অগস্টের মধ্যে চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ৩। LVM3 মহাকাশ যান নির্ঘারিত কক্ষপথে প্রবেশ করেছে।
জাতীয় মহাকাশ সংস্থা টুইট করে আগেই জানিয়েছিল মিশনটি সফলভাবে পরিচালনা করার জন্য যা যা পরীক্ষার প্রয়োজন ছিল সব কিছুই করা হয়েছে। লঞ্চ ভেইকেল মার্ক ৩ থেকে উৎক্ষেপন করবে। এটি একখনও পর্যন্ত ভারতের সবথেকে বড় রকেট। ইসরোর মতে প্রোপেলন্টা মডিউল ল্যান্ডার ও রোভারকে ১০০ কিলোমিটার পর্যন্ত চন্দ্র কক্ষপথে নিয়ে যাবে। এতে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর মেরু পরিমাম করার জন্য একটি স্পেকট্রো পোলারিমেট্রি পোলেডও যুক্ত করা হয়েছে। পৃথীবী থেকে প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার দূরে নিয়ে যাওয়া যাবে চন্দ্রযান ৩কে। ২০১৯ সালেও ভারত চন্দ্রযান ২ পাঠিয়েছিল। কিন্তু সেবার চন্দ্রযান ২ চাঁদের মাটি স্পর্শ করতে ব্যার্থ হয়। চাঁদে অবতরণের আগেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অতীতের ভুলত্রুটি এবার শুধরে নেওয়ার চেষ্টা করেছে ভারত। আগের অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করছে। তাই এবার ভারত কোনও অরবিটর পাঠাচ্ছে না। আগের বারের অরবিটরটির সাহায্য নেবে ল্যান্ডার আর রোভার।
আরও পড়ুনঃ
মমতার তৃণমূলের সঙ্গে সিপিআই(এম)-এর জোট নিয়ে বার্তা, ২০০৪ সালের মডেলের উল্লেখ সীতারাম ইয়েচুরির
বেঙ্গালুরুর পাল্টা দিল্লিতে মঙ্গলবার NDAএর বৈঠক, ৩৮ দলের সমর্থন রয়েছে বলে দাবি জেপি নাড্ডার
চাঁদের পথে মেঘের দেশে চন্দ্রযান ৩, মাঝ আকাশে চন্দ্রযানের ফাটাফাটি ভিডিও ভাইরাল