আইসিএমআর-এর অনুমোদন পেল দিল্লি আইআইটি, একধাক্কায় সস্তা হচ্ছে করোনা পরীক্ষা

সস্তা হতে চলেছে কোভিড-১৯ পরীক্ষা

আইসিএমআর অনুমোদন দিল দিল্লি আইআইটি-কে

চলতি মাসের শুরুতেই তারা একটি কোভিড-১৯ টেস্ট কিট বানিয়েছিল

এই পদ্ধতি আরটি-পিসিআর-এর থেকে অনেক সাশ্রয়ী

 

ব়্যাপিড টেস্ট কিট-এ ত্রুটির কারণে বন্ধ রাখা হয়েছে সেই পরীক্ষা পদ্ধতি। আরটি-পিসিআর পদ্ধতিতে টেস্ট করতে কমপক্ষে ৪৫০০ টাকার খরচা পড়ে। এদিকে আইসিএমআর-এর বিজ্ঞানী গঙ্গাখেদকর জানিয়েছিলেন ভারতের ৮০ শতাংশ রোগীই উপসর্গহীন। তাই ব্যাপকহারে পরীক্ষা করাও প্রয়োজন। এইসব উদ্বেগ বাড়ানো তথ্যের মধ্যে বসন্তের বাতাসের মতো এল একটি দারুণ খবর। চলতি মাসের শুরুতেই দিল্লি আইআইটি-র পক্ষ থেকে একটি কম খরচের কোভিড-১৯ টেস্ট কিট তৈরি করেছিল। সেটিকে এদিন অনুমোদন দিল আইসিএমআর।

অর্থাৎ, ভারতের মতো বৃহত জনগোষ্ঠীর দেশে কোভিড-১৯ রোগী সনাক্তকরণের ব্যয় এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে চলেছে। বস্তুত, শুধু আইআইটি দিল্লিই নয়, ভারতের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকরাই কোভিড-১৯ টেস্ট কিট বানিয়েছেন। যার অনেকগুলিই বেশ সাশ্রয়ী। কিন্তু, দিল্লি আইআইটি-র রিয়েল-টাইম পিসিআর ভিত্তিক সনাক্তকরণ পদ্ধতিই প্রথম, যা আইসিএমআর অনুমোদন পেল।

Latest Videos

এই বিষয়ে সংবাদসংস্থা পিটিআইকে আইসিএমআর-এর এক বিশিষ্ট কর্তা জানিয়েছেন, 'এই পরীক্ষা পদ্ধতিকে অনুমোদন দিল আইসিএমআর। এই প্রচেষ্টাটি আইসিএমআর-এর গবেষণাগারে সংবেদনশীলতা এবং নির্দিষ্টতার দিক থেকে ১০০ শতাংশ বৈধতা পেয়েছে। আইআইটি দিল্লিই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যারা রিয়েল-টাইম পিসিআর ভিত্তিক সনাক্তকরণ পরীক্ষার জন্য আইসিএমআর-এর অনুমোদন পেল'।

লকডাউনে জমিয়ে চলছিল লুডো খেলা, মৃত্যুর মুখোমুখি হয়ে এখন হাহুতাশ করছেন ৩১ জন

ইতিহাসের আশ্চর্য পুনরাবৃত্তি, ১০০ বছরের তফাতে দুই মহামারি কাড়ল দুই যমজ ভাই-এর প্রাণ

বিপর্যয়েও মুসলিম-বিদ্বেষ, দরজা থেকে করোনাযোদ্ধা'কে তাড়িয়ে বিপাকে জাত-জালিয়াত

তুলনামূলক সিকোয়েন্স বিশ্লেষণ ব্যবহার করে, আইআইটি দিল্লির গবেষকদের দলটি কোভিড-১৯ এবং সার্স কোভ-২ জিনোমে কিছু অনন্য অঞ্চল বা আরএনএ সিকোয়েন্সের সংক্ষিপ্ত প্রসারণ সনাক্ত করেছে। যার ভিত্তিতেই এই পরীক্ষা পদ্ধতিটি বিকশিত হয়েছে।

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল