এই মুহূর্তে দেশের সেরা দশ খবর, যাতে আপনাকে রাখতেই হবে চোখ

  • দেশের সেরা দশ খবর
  • বাছাই করা দশটি খবরে রাখুন চোখ
  • দেখে নিন কোথায় কী ঘটল আজ সারাদিন
  • রাজনীতি থেকে অপরাধ কোন ঘটনা উঠে এল সেরা দশে
Indrani Mukherjee | Published : Sep 2, 2019 3:42 AM IST / Updated: Sep 02 2019, 04:58 PM IST

রাজনীতি থেকে অপরাধ, মানুষের সুখ,দুঃখের খবর থেকে আরও রকমারি ঘটনা- সময়ের সঙ্গে ঘটে চলে একের পর এক নিউজ আপডেট, এর মধ্যে কোনও খবর হয়ে ওঠে শিরোনাম,আবার কেউ পড়ে থাকে আড়ালে। খবর মানেই তথ্যের ভাণ্ডার। খবর মানেই নিজের চারপাশকে জেনে নেওয়া। নিত্যদিনের ব্যস্ততায় কোনও খবর থাকে আমাদের চোখের সামনে আবার কেউ হারিয়ে যায় অতলে। দেশের সেরা দশ খবরের এই ফান্ডা আপনাকে শুধু আপডেটই করবে না সেই সঙ্গে জানিয়ে দেবে সামনের সময়ের বার্তাকেও। তাই এক নজরে দেখে নিন এই মুহূর্তের সেরা দশ খবর।  

১) সোমবার থেকেই কুলভূষণ যাদবকে কনস্যুলার অ্যাকসেস দেবে পাকিস্তান- কুলভূষণ যাদবকে অবশেষে কনস্যুলার অ্যাকসেস দেবে পাকিস্তান। এদিন পাক বিদেশ মন্ত্রক-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে ১৭ জুলাই চরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কারণে  অভিযুক্ত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের স্থিগিতাদেশ জারি করেছিল আন্তর্জাতিক ন্যায় আদালত। সেইমতোই সোমবারই কুলভূষণকে কনস্যুলার অ্যাকসেস দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। যার ফলে তাঁর সঙ্গে পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসের কেউ দেখা করতে পারবেন। সোমবার থেকেই কনস্যুলার অ্যাকসেস পাবেন কুলভূষণ, জানিয়ে দিল পাক বিদেশ মন্ত্রক

Latest Videos

২) ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে কর্মী ছাঁটাই হবে না, জানালেন সীতারমণ- চেন্নাইয়ে আয়কর, জিএসটি, আমদানি শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্মলা সীতারমণ। এরপরই একটি সাংবাদিক বৈঠকে এসে ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলিকে কর্মচারী ছাঁটাই নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। তিনি বলেন শুক্রবার তিনি যা যা বলেছেন সেগুলি আরও একবার মনে করে দেখা হোক। ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে কেউ চাকরি হারাবেন না, সাফ জানালেন নির্মলা সীতারমণ

৩) গাড়ি শিল্পকে বাঁচাতে নয়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র- গাড়ি শিল্পের জিএসটি কমানোর সিদ্ধান্তে এক কদম এগিয়েছে কেন্দ্র। রবিবার চেন্নাইতে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে সরকারের তরফে গাড়ির ওপর থেকে জিএসটির ভার কমানোর প্রস্তাব দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই গাড়ি শিল্পের করের বোঝা হ্রাস করার চেষ্টা করা হবে। গাড়ি শিল্পকে বাঁচাতে নতুন পদক্ষেপ কেন্দ্রের, কমানো হতে পারে জিএসটি

৪) উচ্চতার নিরিখে এটাই দেশের সবচেয়ে বড় গণেশ মূর্তি- এই গণেশ চতুর্থী উপলক্ষ্যেই হায়দরাবাদে তৈরি হল দেশের সবচেয়ে দীর্ঘ গণেশ মূর্তি। হায়দরাবাদের খইরতাবাদ-এ  প্রায় ৬১ ফুট লম্বা গণেশ মূর্তি তৈরি করা হচ্ছে। যা এখনও পর্যন্ত উচ্চতার নিরিখে দেশের সবচেয়ে বড় গনেশ মূর্তি। উচ্চতার নিরিখে রেকর্ড, হায়দরাবাদে তৈরি হল দেশের সবচেয়ে বড় গণেশ মূর্তি

৫)ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের নিরিখে দারুণ গুরুত্বপূর্ণ এই দিন- গত ২০ অক্টোবর চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছিল চন্দ্রযান ২। তারপর থেকে পাঁচ-পাঁচটি লাফে সে ক্রমশই চন্দ্রপৃষ্ঠের আরও কাছের কক্ষপথে পৌঁছে গিয়েছে। রবিবারই পঞ্চম তথা শেষ লাফটি মেরেছে সে। সোমবার মূল মহাকাশযানটি থেকে বিচ্ছিন্ন হল ল্যান্ডার বিক্রম। বাকি অংশটি যখন চাঁদের চারপাশে প্রদক্ষিণ করতে থাকবে, তখন এই ল্যান্ডার বিক্রমই নেমে আসবে চাঁদের বুকে। চাঁদে নামতে তৈরি হল 'ল্যান্ডার বিক্রম', ছাড়াছাড়ি হল চন্দ্রযান ২-এর সঙ্গে, এরপর কী

৬) উত্তরপ্রদেশে শিশুদের মিড ডে মিলে নুন-রুটি খাওয়ানোর খবর ভুয়ো, দাবি ব্লক এজুকেশন অফিসারের- সরকারের তরফে দাবি করা হয়, উত্তরপ্রদেশ সরকারকে অপমান করতেই নাকি এমন খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। এলাকার ব্লক এডুকেশন অফিসারের তরফে আরও দাবি করা হয়, উত্তরপ্রদেশ চক্রান্ত করে এমন ছবি পোস্ট করেছেন ওই সাংবাদিক আর সেই অভিযোগ তুলেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শিশুদের মিড ডে মিলে নুন-রুটি খাওয়ানোর খবর ভুয়ো, যোগী সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ

৭) তিহার জেলে যেন না পাঠানো হয়, সুপ্রিম কোর্টের কাছে আর্জি চিদম্বরমের- প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী  পি চিদম্বরম সোমবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান যে, তাঁকে যেন তিহার জেলে না পাঠানো হয়। বয়সজনিত কারণে চিদম্বরমকে নিরাপত্তা দেওয়া উচিত বলেও দাবি করা হয়। প্রসঙ্গত, চিদম্বরমের বয়স এখন ৭৪ বছর। গৃহবন্দি করে রাখা হোক, তিহার জেলে নয়, সুপ্রিম কোর্টের কাছে আর্জি চিদম্বরমের

৮) উইং কমান্ডার অভিনন্দনের সঙ্গে মিগ ওড়ালেন, তারপর তাঁদের বিভিন্ন মিলের কথা জানালেন বায়ুসেনা প্রধান- সোমবার সকালে এই দুই বায়ুসেনা অফিসার একটি প্রশিক্ষণমূলক মিগ ২১ বিমান ওড়াতে দেখা গেল পাঠানকোটে বায়ুসেনার এয়ারবেস থেকে। তাঁদের সঙ্গে বায়ুসেনার অন্যান্য কয়েকজন অফিসারও উপস্থিত ছিলেন। বেলা ১১টা ৩০ মিনিটে তাঁরা উড়ান শুরু করেন। ৩০ মিনিট আকাশে থাকার পর ফের নেমে আসেন। শেষ উড়ানে অভিনন্দনের সঙ্গে জুটি বাঁধলেন বায়ুসেনা প্রধান, জানালেন চমকপ্রদ তথ্য, দেখুন ভিডিও

৯) এবারের গণেশ বন্দনার অভিনব আকর্ষণ পরিবেশবান্ধব গণেশ ঠাকুর- কর্ণাটকের ম্যাঙ্গালুরু নীতিন ভজ নামে এক মূর্তি কারিগর কাগজের মণ্ড এবং বীজ দিয়ে তাঁর হাতের জাদুতে তৈরি করেছেন এক পরিবেশ বান্ধব গণেশ মূর্তি। যার প্রধান আকর্ষণ হল এই যে মূর্তিগুলি বিসর্জনের পর, তা মাটি ও জলের সংস্পর্শে এসে গাছ তৈরি হবে। তবে এইসব মূর্তি তৈরিতে তিনি কোনও বিষাক্ত পদার্থ ব্যবহার করেননি এমনকী কোনও রঙও ব্যবহার করা হয়নি। বরং এই মূর্তিগুলিতে কেবল ব্যবহার করা হয়েছে বিভিন্ন সবজী ও ফলের বীজ। গণেশ বন্দনাতেও পরিবেশ সচেতনতা, অভিনব মূর্তি গড়ে তাক লাগালেন এই শিল্পী

১০) বছরে ১২টির বেশি সিলিন্ডার লাগলেই দিতে হবে চড়া দাম- গত দুইমাসে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল। কিছুটা কমানো হয়েছিল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। কিন্তু সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই ফের দাম বাড়ানো হল। গোটা ভারতেই সিলিন্ডার প্রতি ১৫ থেকে ১৬ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের দাম।ফের মধ্যবিত্তের হেঁসেলে কোপ, বাড়ল গ্যাসের দাম - এইমাসে কত টাকায় কিনবেন সিলিন্ডার

Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News