এই মুহূর্তে দেশের সেরা দশ খবর, যাতে আপনাকে রাখতেই হবে চোখ

  • দেশের সেরা দশ খবর
  • বাছাই করা দশটি খবরে রাখুন চোখ
  • দেখে নিন কোথায় কী ঘটল আজ সারাদিন
  • রাজনীতি থেকে অপরাধ কোন ঘটনা উঠে এল সেরা দশে 

Indrani Mukherjee | Published : Sep 3, 2019 5:17 AM IST / Updated: Sep 03 2019, 05:03 PM IST

রাজনীতি থেকে অপরাধ, মানুষের সুখ,দুঃখের খবর থেকে আরও রকমারি ঘটনা- সময়ের সঙ্গে ঘটে চলে একের পর এক নিউজ আপডেট, এর মধ্যে কোনও খবর হয়ে ওঠে শিরোনাম,আবার কেউ পড়ে থাকে আড়ালে। খবর মানেই তথ্যের ভাণ্ডার। খবর মানেই নিজের চারপাশকে জেনে নেওয়া। নিত্যদিনের ব্যস্ততায় কোনও খবর থাকে আমাদের চোখের সামনে আবার কেউ হারিয়ে যায় অতলে। দেশের সেরা দশ খবরের এই ফান্ডা আপনাকে শুধু আপডেটই করবে না সেই সঙ্গে জানিয়ে দেবে সামনের সময়ের বার্তাকেও। তাই এক নজরে দেখে নিন এই মুহূর্তের সেরা দশ খবর।  

১) নিয়ন্ত্রণ রেখায় পুঞ্চ-এ গত দুই মাসে শহিদ হয়েছেন ৬জন ভারতীয় জওয়ান- সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াত জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণ রেখার দুটি জেলা পুঞ্চ ও রাজৌরি জেলা পরিদর্শনের এক দিন পরেই সেখানে ফের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করল পাকিস্তানি সেনা। এর জেরে রবিবার এক সেনা জওয়ানের নিহত হয়েছেন। পুঞ্চ-এ ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, দু'মাসে শহিদ ৬ ভারতীয় জওয়ান

২) ফ্রিজের মধ্যে ভরে বৃদ্ধকে অপহরণের অভিযোগ পরিচারকের বিরুদ্ধে- দক্ষিণ দিল্লতে নিজের বাড়ি থেকে অপহরণ করা হল ৯১ বছরের বৃদ্ধকে। অভিযোগের তীরর বাড়ির পরিচারকের দিকে। তবে এইধরণের ঘটনা আজকাল খুব একটা অবাক করা কোনও বিষয় নয়, কারণ এই ধরণের ঘটনার খবর প্রায়শই উঠে আসে সংবাদের শিরোনামে। তবে এই ঘটনায় যেভাবে এই নবতিপর বৃদ্ধকে অপহরণ করা হয়েছে, তাতেই হতবাক পুলিশ কর্মীরা। ফ্রিজের মধ্যে ঢুকিয়ে বৃদ্ধকে অপহরণ, পরিচারকের কীর্তিতে থ পুলিশ

৩) নভি মুম্বইয়ের ওএনজিসি প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড- মঙ্গলবার সকাল সাতটা নাগাদ আগুন লাগে ওএনজিসি গ্যাস প্রসেসিং প্ল্যান্টে। জিএনপিটি বন্দরের কাছেই ছিল এই গ্যাস প্ল্যান্ট। অগ্নিকাণ্ডের খবরক পেয়েই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত উদ্ধারকারী দল। সেইসঙ্গে উপস্থিত হন মুম্বই পৌরসভা এবং দমকল কর্মীরা।  দুর্ঘটনার জেরে আহত আটজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।  নভি মুম্বইয়ের ওএনজিসি প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ৫, ঘটনাস্থলে দমকলবাহিনী

৪) চাঁদে অবতরণে আরও একধাপ এগিয়ে চন্দ্রযান-২- ইসরোর সূত্রে খবর এখনও পর্যন্ত সবকিছু পরিকল্পনা মাফিই এগোচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিট থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে রকেটের মাধ্যমে সফ্ট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম। তারপর পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বিক্রমের মধ্যে থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।অবতরণের পরই ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। উচ্চতা হ্রাস ল্যান্ডার বিক্রমের, চাঁদে অবতরণে আরও একধাপ এগিয়ে চন্দ্রযান-২

৫) ভারতীয় বায়ুসেনার দখলে এল ৮টি নতুন আক্রমণকারী অ্যাপাচে হেলিকপ্টার- মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই আটটি অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টার মঙ্গলবার সকালে পাঠানকোটে বায়ুসেনার বিমান ঘাঁটিতে নিয়ে আসা হয়। পাঠানকোট বিমানঘাঁটিতে এদিন এই উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনার চিফ মার্শাল বিএস ধানোয়া।পাঠানকোট বিমানঘাঁটিতে হেলিকপ্টারগুলি নিয়ে আসার আগে একটি পুজোর আয়োজন করা হয়েছিল, যাতে উপস্থিত ছিলেন বায়ুসেনার প্রধান এবং ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল আর নাম্বিয়ার। আরও সমৃদ্ধ সমর সম্ভার, বায়ুসেনার দখলে ৮টি নতুন আক্রমণকারী অ্যাপাচে হেলিকপ্টার

৬) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাকে নিয়ে আরএসএস-এর আপত্তি কোথায়, জেনে নিন- নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযানের জন্য মাইক্রোসফ্ট সংস্থার প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী-এর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপি নেতারা আহ্লাদিত হলেও আরএসএস খুব একটা খুশি নয়। তাঁদের মতে নরেন্দ্র মোদীর এই পুরষ্কার নেওয়া উচিত হবে না। আরএসএস-এর ব্যাডবুকে বিল গেটস, পুরষ্কারে আপত্তি, মোদীকে ভেবে দেখার নির্দেশ

৭) প্রতারণার অভিযোগে গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে- ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্র অজিত যোগীর পুত্র অমিত যোগীর বিরুদ্ধে আনা হল প্রতারণার অভিযোগ। এর আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি নির্বাচনী হলফনামায়ে মিথ্যা বিবরণী প্রকাশের জন্য তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল। এদিন বিলাসপুরে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। জন্ম পরিচয় নিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে

৮) অ্যাপাচে এএইচ ৬৪ই-এর ফিচারগুলি জানলে অবাক হয়ে যাবেন- এই কপ্টারে প্রধান অস্ত্র হিসেবে রয়েছে হেলফায়ার ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি নিজেই এটা ড্রোনের মতো। নিজস্ব গাইডেন্স সিস্টেম, স্টিয়ারিং কন্ট্রোল, প্রোপালশন সিস্টেম রয়েছে। একটি দারুণ শক্তিশালী বিস্ফোরক সম্বৃদ্ধ পেলোড বহন করে ক্ষেপণাস্ত্রটি। যা নিক্ষেপ করলে একটি ট্যাঙ্কও ধ্বংস হয়ে যেতে পারে। এরসঙ্গে রয়েছে দুটি হাইড্রা রকেট লঞ্চার। বায়ুসেনার হাতে অ্যাপাচে এএইচ ৬৪ই, এর ফিচারগুলি জানলে অবাক হয়ে যাবেন

৯) সাম্প্রতিক পরিস্থিতি বিচার করেই কাশ্মীরি কনেদের বিগ ওয়েডিং-এ কাঁচি - ভূস্বর্গে শুরু হতে চলেছে বিয়ের মরশুম। কিন্তু জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে কাশ্মীরে বিগ বাজেট বিয়েতে কাটছাঁট করছে কাশ্মীরি কনেরা। কারণ জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির নিরিখে কাশ্মীরে বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের নিরাপত্তা বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। থমথমে উপত্যকা, দু'চোখে রঙীন স্বপ্ন নিয়েও বিয়ের আয়োজনে কাটছাঁট করছে কাশ্মীরি কনেরা

১০)  ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম কী আশ্বাস দিলেন অমিত- এদিন জম্মু কাশ্মীর পঞ্চায়েত অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিরা দিল্লি তে আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেষ। বৈঠকের আগে সংগঠনের সভাপতি অনিল শর্মা জানান, এদিনের বৈঠকের মূল বিষয় হল ৩৭-০ ধারা বাতিল ও তারপরে কাশ্মীরের উন্নয়ন। এছাড়া পঞ্চায়েতের ক্ষমতায়নের বিষয়টিও তোলা হবে। অনেক সদস্যই জানিয়েছেন, অমিত শাহকে ধন্যবাদ দিতেই তাঁরা দিল্লি এসেছেন। জম্মু-কাশ্মীরের কথা শুনলেন অমিত, ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম, কী আশ্বাস দিলেন

Share this article
click me!