সাবধান, আপনার কোভিড ১৯ টিকা আসল তো, রইল কোভিশিল্ড-কোভ্যাক্সিন-স্পিটনিক ভি চেনার সহজ উপায়

Published : Sep 05, 2021, 06:42 PM IST
সাবধান, আপনার কোভিড ১৯ টিকা আসল তো, রইল কোভিশিল্ড-কোভ্যাক্সিন-স্পিটনিক ভি চেনার সহজ উপায়

সংক্ষিপ্ত

কোভিশিল্ড-কোভ্যাক্সিন-স্পিটনিক ভি এই তিনটি করোনাভাইরাসের টিকাই বেশি ব্যবহার হচ্ছে ভারতে। কী করে আপনি বুঝতে পারবেন আপনার টিকা আসল না নকল।  

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক করোনাভাইরাসের জাল টিকা সনাক্ত করতে নির্দেশিকা জারি করেছে। একই সঙ্গে জানিয়েছে এজাতীয় টিকা যাতে ভারতে সরবরাহ করা না হয়. দক্ষিণ-পূর্ব এশিয়া আর আফ্রিকায় জাল কোভিশিল্ডের সন্ধান পাওয়ার প্রায় দুসপ্তাহের মধ্যেই এজাতীয় নির্দেশিকা জারি করা হয়েছে। বর্তমানে ভারতে তিনটি কোভিড ১৯ টিকা ব্যবহার করা হয়েছে। সেগুলি হল কোভিশিল্ড, কোভ্যাক্সিন, আর স্পুটনিক ভি। 

কী ভাবে সনান্ত করবেন আপনি যে কোভিড টিকা ব্যবহার করছেন সেটি আসল না নকলঃ 

কোভিশিল্ডঃ 
পুনের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিড টিকা হল কোভিশিল্ড। এর গায়ে SII পণ্যের লেবেল থাকবে। 
লেবেলের রঙ ডিপ সবুজ। তারওপর রয়েছে আরও নানা তথ্য। অ্যালুমিনিয়াম ফ্লিপঅফ সিলের রঙ ডিপ সবুজ। 
ট্রেড মার্ক আর ব্র্যান্ডেরও উল্লখ রয়েছে। লেবেলেও লেখা রয়েছে কোভিশিল্ড। 
ভ্যাকসিনের জেনারিক নাম টেক্সট ফন্টে মোটা রয়েছে লেখা থাকবে। 
জেনেরিক নামের শেষে তা মুদ্রিত হয়। 
কোভিশিল্ডের শিশিতেই লেখা রয়েছে এটি বিক্রিয়ের জন্য নয়।
বিশেষজ্ঞরা SIIএর লেভেল দেখলেই বুঝতে পারবেন সেটি আসন না নকল। কারণ প্রিন্টিং মেশিনে ইনস্টল করা উন্নত সিস্টেমের মাধ্যমেই লেভেলটি তৈরি করা হয়েছে। 
লেভেলটিতে  একটি বিশেষ টেক্সচারের প্রভাব রয়েছে। যা শুধুমাত্র একটি নির্দিষ্ট কোনেই দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা সেই লেভেলের সেই কোন দেখেই বুঝতে পারবেন সেটি নলক টিকার শিশি কিনা। 
কৌশলগত কারণেই হানিকম্ব নকশার মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। টেক্টচারের ডিজাইনে অতিরিক্ত উপাদানও যুক্ত করা হয়েছে- যা সাধারণ মানুষের কাছে দৃষ্যমান হয় না। কিন্তু যারা সূক্ষ্ম পরিবর্তনগুলি জানেন তারা সহজেই লেবেনের সত্যতা যাচাই করতে পারবেন। 

বাসের মধ্যেই হবে এবার পড়াশুনা, শিশুদের উৎসাহী করতে বদল অঙ্গনওয়াড়ি স্কুলের

করোনা-মহামারিকালে বদলে গেছে প্রেমের সংজ্ঞা, এখন আর বাইরে নয় নিরাপদে ঘরে বসে প্রেমালাপ নতুন প্রজন্মর

ভোটের আগে যোগীর রাজ্যে বিজেপি বিরোধী প্রচার, মহাপঞ্চায়েত থেকে আন্দোলনকারী কৃষকদের হুঁশিয়ারি

কোভ্যাক্সিনঃ 
লেবেলে অদৃশ্য ইউভি হেলিক্স  ( ডিএনএর মত কাঠামো) যেটি কেবলমাত্র ইউভি আলোর নিচেই দেখা যায়। 
লেবেলে বিন্দু বিন্দু দিয়ে লুকিয়ে মাইক্রে টেক্সটে কোভ্যাক্সিন লেখা হয়েছে। 
Covaxin- এর  Xএর সবুজ ফয়েলের প্রভাব রয়েছে। 
কোভ্যাক্সিন লেখার ওপর হলোগ্রাফিক প্রভাব রয়েছে। 

স্পুটনিক ভিঃ  
রাশিয়া থেকে আমদানি করা হয়েছে এই টিকা। এই টিকাটি দুটি সংস্থা থেকে আমদানি করা হয়েছে। তাই যে টিকা যে সংস্থা তৈরি করেছে সেই টিকায় সেই সংস্থার নাম রয়েছএ। তবে বাকি সব তথ্য একই রয়েছে। শুধুমাত্র প্রস্তুতকারক সংস্থার নাম ভিন্ন রয়েছে। 
এখনও পর্যন্ত আমদানিকৃত সকল পণ্যের জন্য ইংরাজি লেভেলে শুধুমাত্র ৫টি অ্যাম্পুল প্যাকের শক্ত কাজগের সামনে আর পিছনে লেভেল দেখতে পাওয়া যায়। রাশিয়ানভাষেই লেখা রয়েছে লেভেলে। 
 

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব