দেশের নাগরিক হিসেবে অবশ্যই জেনে রাখুন জাতীয় পতাকা সম্পর্কে এই নিয়মগুলি

  • দেশের জাতীয় পতাকা উত্তোলনের জন্য রয়েছে কিছু বিশেষ নিয়ম
  • প্রত্যেক ভারতীয়র অবশ্যই জেনে রাখা প্রয়োজন এই নিয়মাবলী
  • ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কিছু নিয়মাবলী করেছিল যা 'ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া' নামে পরিচিত
  • ইন্ডিয়ান স্ট্যান্ডার্ট ব্যুরো এই পতাকা তৈরির পদ্ধতি ও নির্দিষ্ট নিয়ম-কানুন স্থির করে দিয়েছে
     

deblina dey | Published : Aug 15, 2019 4:24 AM IST / Updated: Aug 15 2019, 12:10 PM IST

প্রত্যেক দেশবাসীর আবেগ এবং দেহের ঐতিহ্য জড়িত জাতীয় পতাকার সঙ্গে। দূরে কোথায় এই তিন রঙা পতাকা উড়তে দেখলে গর্বে ভরে ওঠে প্রত্যেক দেশবাসীর মন। তবে দেশের জাতীয় পতাকা উত্তোলনের জন্য রয়েছে কিছু বিশেষ নিয়ম। যা প্রত্যেক ভারতীয়র অবশ্যই জেনে রাখা প্রয়োজন।  

জাতীয় পতাকার যথাযথ ব্যবহার এবং সম্মানের জন্য ২০০২ সালে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কিছু নিয়মাবলী করেছিল যা 'ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া' নামে পরিচিত। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ট ব্যুরো এই পতাকা তৈরির পদ্ধতি ও নির্দিষ্ট নিয়ম-কানুন স্থির করে দিয়েছে। আর সেই নিয়ম অনুযায়ী জাতীয় পতাকার তৈরির অধিকার কেবল খাদী উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশ্যন-এর হাতে রয়েছে। ১৯৬৮ সালে প্রথমবারের জন্য পতাকাবিধিটি গৃহীত করা হয়েছিল। এই বিধি বা নিয়ম আবার ২০০৮ সালে সংশোধন করা হয়।

Share this article
click me!