চেন্নাইয়ের ইন্টিগ্রাস কোচ ফ্যাক্টরি থেকে ১৫টি বন্দে ভারত ট্রেনের সেট সরবরাহ করা হবে। তারপরই এই নতুন পরিষেবা চালু করবে ভারতীয় রেলওয়ে।
মাত্র ৬ ঘণ্টায় এবার পৌঁছে যাওয়া যাবে বারাণসী। মানে এক দিনেই বারাণসী থেকে ঘুরে আসা যাবে কলকাতা বা হাওড়ায়। মাত্র আটটি কোচ নিয়ে চালু করা হবে মিনি বন্দে ভারত। প্রথম দফায় উত্তর প্রদেশের বারাণসী থেকে চলবে এই রাজ্যের হাওড়া পর্যন্ত। নতুন এই ট্রেন চলবে প্রায় ঘূর্ণিঝড়ের গতিতে। ঘণ্টায় ১৩০-১৬০ কিলোমিটার গতিতে চলবে দূরপাল্লার দ্রুতগামী ট্রেননি। দুই শহরের মধ্যে যাতায়াত করবে মাত্র ৬ ঘণ্টায়।
চেন্নাইয়ের ইন্টিগ্রাস কোচ ফ্যাক্টরি থেকে ১৫টি বন্দে ভারত ট্রেনের সেট সরবরাহ করা হবে। তারপরই এই নতুন পরিষেবা চালু করবে ভারতীয় রেলওয়ে। যাত্রীদের চাহিদা অনুযায়ী আটটি কোচের মধ্যে থাকবে চেয়ারকার ও স্লিপার কোচ। মিনি বন্দে ভারত এক্সপ্রেসের এটি পঞ্চম সেট। যা বারাণসীকে বাকি দেশের সঙ্গে ভারতীয় যাত্রাপথের লাইফলাইন- রেলের মাধ্যমে জুড়ে যাবে। এই মুহূর্তে বন্দে ভারত নয়াদিল্লি, পাটনা, রাঁচি রুটের মধ্যে চালু হচ্ছে। এবার মিনি বন্দে ভারত চলাচল করবে দেশের দুটি প্রাচীনও শহরের মধ্যে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল।
বারাণসী - হাওড়া মিনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে যাবতীয় তথ্য-
রুট- বারাণসী - হাওড়া
কোচ- আটটি কোচ (চেয়ার কার ও স্লিপার কোচ)
গতি - ট্রেনের গতি ১৩০-১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা
সময়- ৬ ঘণ্টা
পঞ্চম মিনি বন্দে ভারত - এই ট্রেন চলে দিল্লি, পাটনা ও রাঁচির মধ্যে।
২০২৩ সালেই রেলওয়ে বোর্ডের কাছে হাওড়া-বারাণসী বন্দে ভারত ট্রেনের জন্য একটি প্রস্তাব তৈরি করে পাঠান হয়েছিল। রুটের সমীক্ষা শেষ হওয়ার পরে রেল মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেওয়ার পরে শুরুর কথাও ঘোষণা করা হয়েছিল। বারাণসী - হাওড়া বন্দে ভারত রুটে খুব তাড়াতাড়ি চালু হবে বলে রেল সূত্রের খবর।