পূর্বসুরী চন্দ্রযানকে ছাপিয়ে গেল চন্দ্রযান ২। ইসরো জানিয়েছে, ভারতের প্রথম চন্দ্র অভিযানে চন্দ্রযান ১ চাঁদের যতটা কাছাকাছি গিয়েছিল, বৃহস্পতিবার রাতে সেই মাইলফলক পেরিয়ে গিয়েছে চন্দ্রযান ২।
গত বুধবার চন্দ্রযান ২ চাঁদের চারপাশে ১৭৯ কিলোমিটার x ১৪১২ কিলোমিটারের একটি উপবৃত্তাকার কক্ষপথে প্রবেশ করেছিল। আগামী ২ সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রম, অর্থাৎ যে যানটি চাঁদের মাটিতে নামবে সেটি আলাদা হয়ে যাবে চন্দ্রযান থেকে। তার আগে আরও তিনবার লাফ দিয়ে আরও ছোট কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান ২।
আরও পড়ুন - মসৃণ অবতরণ, চন্দ্রযানের মুঠোয় চাঁদ! দারুণ গুরুত্বপূর্ণ আগামী কয়েকদিন, কী কী হবে
আরো পড়ুন - অপেক্ষার আর কটা দিন! দেখেনিন কক্ষপথ থেকে চাঁদের কি ছবি পাঠাল ইসরো
আরো পড়ুন - চন্দ্রযান ২-এর তোলা ছবিতে 'অ্যাপোলো ক্রেটার', 'ওরিয়েন্তালে বেসিন'! এগুলি কী জানেন
আরো পড়ুন - ইসরোর আরও এক সাফল্য, অনায়াসে চাঁদের কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান ২, দেখুন ভিডিও
ভারতের চাঁদে অবতরণের আর মাত্র এক সপ্তাহ বাকি। সবকিছু ঠিকঠাক চললে ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে নামবে ল্যান্ডার বিক্রম। আর তারপর ল্যান্ডার বিক্রম থেকে রোভার প্রজ্ঞান নেমে আসবে চাঁদের বুকে। পরের ১৪ দিন চাঁদের বুকে ও তার নিচে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবে প্রজ্ঞান।