Union Budget 2022 : প্রতীক্ষার অবসান, অর্থমন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী

শেষ পাওয়া আপডেট বলছে অর্থমন্ত্রক থেকে বেরিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা দিয়েছে সীতারামন। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর আজ সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।  

প্রতীক্ষার অবসান। অবশেষে এসে উপস্থিত হয়েছে মাহেন্দ্রক্ষণ।  করোনা সঙ্কটের মধ্যেই এদিন শুরু হয়ে যাচ্ছে বাজেট অধিবেশন। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের (Approval at cabinet meeting) পর আজ সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। এদিকে শেষ পাওয়া আপডেট বলছে খানিকক্ষণ আগেই অর্থমন্ত্রক থেকে বেরিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা দিয়েছে সীতারমন। অর্থমন্ত্রকের বেশ কিছু আমলার সঙ্গে ইতিমধ্যেই সফদরজংয়ের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তার কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যান রাষ্ট্রপতি ভবনে।  এই নিয়ে চতুর্থবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। 
প্রসঙ্গত উল্লেখ্য, করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ভারতীয় অর্থনীতি ছন্দে ফিরতে শুরু করলেও এখনও পুরোপুরি অবস্থার উন্নতি হয়নি। অন্যদিকে পেট্রোপণ্যের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির জেরে লাগাতার নাভিঃশ্বাস উঠেছে মধ্যবিত্তের। অন্যদিকে দীর্ঘ ১ বছরের আন্দোলন শেষে অবশেষে জয় এসেছে কৃষক আন্দোলনে। এদিকে চলতি বছরেই ভোট রয়েছে পাঁচ রাজ্যে। ইতিমধ্যেই বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। আর ঠিক সেই কারণেই  পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে কৃষকদেরও মন পাওয়ার চেষ্টা করতে পারে কেন্দ্র। আর সেই কারণেই কৃষি ক্ষেত্রের দিকে এবারের বাজেটে কেন্দ্র নতুন করে কতটা নজর দেয় এখন সেটাই দেখার। 
আরও পড়ুন- মোদী সরকারের আমলে বাজেট পেশের পরম্পরায় আমূল পরিবর্তন, সেগুলো কী জেনে নিন
আরও পড়ুন- দেশের শিক্ষাখাতে কী কী চমক, কোভিড পরিস্থিতিতে কতটা চ্য়ালেঞ্জের মুখোমুখি সরকার
সোমবার ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে  সংসদের বা জেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হচ্ছে অধিবেশন। এদিকে এদিন রাষ্ট্রপতির ভাষণের পরই এদিনের শুরুতে  বাজেটের ওপর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এদিকে করোনা সঙ্কটের কারণে গত বছর প্রথমবার পেপারলেস বাজেট পেশ করেছিল কেন্দ্র। গত বছরই ভেঙে যায় চিরাচরিত প্রথা। বাজেট পেশের দিন গত বছর অর্থমন্ত্রীকে সংসদে হাজির হতে দেখা যায় ট্যাব নিয়ে। এবারও অব্যাহত থাকছে সেই রীতি। এদিকে মূল্যবৃদ্ধির ভরা বাজারে মধ্যবিত্তের চাপ সামলানোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, তা মানছেন সকলেই। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের প্রথম পর্যায়ের অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।এদিকে করোনাকালে একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে ২০২১-২২ অর্থবর্ষে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বেড়েছিল ১৩৭ শতাংশ। এবারে সেই পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার।
আরও পড়ুন- দেশের শিক্ষাখাতে কী কী চমক, কোভিড পরিস্থিতিতে কতটা চ্য়ালেঞ্জের মুখোমুখি সরকার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি