ধীরে ধীরে শান্ত হচ্ছে উত্তর-পূর্ব, আন্দোলন রাজধানীর পথে

  • নাগরিকত্ব আইনের প্রতিবাদ
  • দেশজুড়ে চলছে আন্দোলন
  • ৭২ ঘণ্টা ধরে উত্তপ্ত অসম ও ত্রিপুরা
  • প্রতিবাদ দিল্লি ও উত্তরপ্রদেশেও

নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত ৭২ ঘণ্টা ধরে উত্তপ্ত উত্তর-পূর্বের অসম ও ত্রিপুরা। শুক্রবার আন্দোলন ছড়িয়েছে বাংলা সহ রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে ও কেরলায়। 

গত সোমবার থেকেই নাগরিকত্ব আইনের প্রতিবাদে গুয়াহাটির পথে নেমেছে অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (আসু)। দিল্লিতেও ক্রমেই ছড়াচ্ছে প্রতিবাদের আগুন। রাজধানীর জামিয়া নগরে স্থানীয়দের সঙ্গে বিক্ষোভে সামিল হন জামিয়া মালিয়া ইসলামিয়ার পড়ুয়ারা। বিক্ষুব্ধ জনতা ভেঙে দেয় পুলিশের ব্যারিকেড। সংসদ পর্যন্ত মিছিল করার জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে জমা হন শতাধিক আন্দোলনকারী। পরিস্থিতি সামলাতে লাঠি চার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। প্রায় ৪২ জন পড়ুয়াকে আটক করা হয়। বিক্ষোভকারীদের হামলায় আহত হন ১২জন পুলিশকর্মী। 

Latest Videos

যন্তর-মন্তরেও চলে বিক্ষোভ প্রদর্শন। নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামেন জমিয়েত উলেমা-ই-হিন্দ। উত্তরপ্রদেশের নানা প্রান্তেও ছড়িয়েছে বিক্ষোভের আগুন। সাহারানপুর, মেরট, বরেলি, মুজাফ্ফরপুর, বিজনোর, শামলি, বাগপত ও আলিগড়ে পড়ে নামেন হাজার হাজার মানুষ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নতুন আইনের প্রতিবাদে মিছিল করেন। 

পরিস্থিতি সামলেত মেরঠে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেরলেও ছড়িয়েছে প্রতিবাদের আগুন। এদিকে গত ৭২ ঘণ্টা ধরে আন্দোলনের পর ধীরে ধীরে শান্ত হচ্ছে ত্রিপুরা। কার্ফু তুলে নেওয়া  হয়েছে গুয়াহাটিতে। 

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা