চিন্ময় দাসের গ্রেফতরিতে যেন নাক না গলায় ভারত! হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে দিল্লির পাল্টা জবাব দিল ঢাকা

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, চিন্ময় দাসের গ্রেফতারি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে যে নাক না গলায় দিল্লি।

 

বাংলাদেশে হিন্দু সন্ন্যসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারটি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে বাড়ছে চাপানউতোর। হিন্দু সন্ন্যাসীকে গ্রেফাতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলায়। যা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে ভারত। তারই পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ। শুধু চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি নয় , ভারত কড়া প্রক্রিয়া জানিয়েছিল। সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা করা হয়েছিল। এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে যে নাক না গলায় দিল্লি।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আরও বলা হয়েছে, 'বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। এরপরেও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের জন্য সঙ্গে সরকার লক্ষ্য করেছে এই ঘটনা ভুলভাবে উত্থাপন করছে কেউ। ভারত এই ধরনের সত্যিকে ভুলভাবে তুলে ধরছে। পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার পরিপন্থী এই বিবৃতি।'

Latest Videos

বাংলাদেশ আরও বলেছে, ভারতের বিবৃতিতে সেই বক্তব্য প্রতিফলিত না হওয়ায় ঢাকার খারাপ লেগেছে। মহম্মদ ইউনুস বলেছেন, সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধি। তবে সরকারের সেই চেষ্টা ভারতের এই বিবৃতেতে প্রতিফলিত হয়নি। বাংলাদেশে জনগণের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল, তার সমাপ্তি টানতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখা হয়। অথচ ভারতের বিবৃতিতে এসব বিষয়ে সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন বা মতপ্রকাশ করতে পারেন। সব নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশে যে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো পালন হয়েছে, তার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে।' বাংলাদেশ আরও বলেছে, 'আমরা জানাতে চাই, বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। আর চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি বর্তমানে বিচারাধীন। সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আবহে চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন। যেকোনও মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য বন্দরনগরীতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।'

ভারতের বক্তব্য ছিল, , 'বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে গিয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন মন্দিরকে অপবিত্র করার একাধিক অভিযোগও উঠেছে। এটা দুর্ভাগ্যজনক যে যখন এই ঘটনার অপরাধীরা মুক্ত রয়ে গিয়েছে। তবে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টিও উদ্বেগের সাথে নোট করছি।'

 

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : PM Modi
Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
লাভবান হওয়ার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! তারপর যা হলো | Bidhannagar News | Kolkata News
বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা Barasat-এ | North 24 Parganas News Today
বাংলাদেশ বানাবে? ফিরহাদের পর সিদ্দিকুল্লা! বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু | Suvendu Adhikari