সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার বিষয় জানান কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংদেশে ফেরাতে উদ্যোগী মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এবার অবশ্য সোজা আঙুলে নয়, আঙুল বাঁকা করেই ঘি তুলতে চাইছে বাংলাদেশ সরকার। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই এই দেশের আশ্রয়ে রয়েছেন। আর সেই কারণে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাইছে এই দেশে এসেই শেষ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার বিষয় জানান কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান। বিডিআর হত্যাযজ্ঞে শহিদ পরিারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন, 'দেশি বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু এই কথা বললেই হবে না। ভারত জড়িত বলেই হবে না। তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এই সময় ছোটবড় সব প্রমাণকেই গুরুত্ব দিতে হবে।' সেই অনুষ্ঠানেই তিনি বলেন, 'ভারত শেখ হসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমইশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনও নিরাপত্তা ও গাড়ি না দিয়েও কাজ চালিয়ে যাওয়া হবে।'
বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত বাংলাদেশ দ্রুত শেষ করতে চাইছে। আর সেই কারণে হাসিনাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু ভারতের নিরাপদ আশ্রয়ে রয়েছেন তিনি। মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, ১৬ বছরে একাধিক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। এখন যা হওয়া তা স্পষ্ট করে হাওয়া উচিৎ। তিন মাসের মধ্যেই এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে চান বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর এই দেশে এসেছিলেন হাসিনা। তাঁর এখান থেকে ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ইংল্যান্ড সহ একাধিক দেশ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি ছিল না। আর সেই কারণেই এই দেশেই রয়েছেন বলে সূত্রের খবর। যদিও কোথায় তিনি রয়েছে তা স্পষ্ট করে জানায়নি কেন্দ্রীয় সরকার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।