হিজাব পরায় মহিলাকে ঢুকতে দিল না রেস্তোরাঁ, বিদেশের মাটিতে জবরদস্তি বন্ধ করা হল ভারতীয় দোকান

সংবাদমাধ্যম ডেইলি ট্রিবিউন জানিয়েছে যে ওই রেস্তোরাঁর কর্মীরা একজন পর্দানশীল মহিলাকে প্রবেশে বাধা দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে। অফিসিয়াল চিঠিতে আরও জানানো হয়েছে যে একজন ভারতীয় ম্যানেজারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

কর্ণাটকের হিজাব ইস্যু খোদ বাহরিনের মাটিতে। বাহরাইনের (Bahrain) একটি ভারতীয় দোকানের (Indian restauran) বিরুদ্ধে উঠল অভিযোগ। ঘটনার সূত্রপাত হিজাব পরিহিত এক মহিলাকে (veiled woman) রেস্তোরাঁতে প্রবেশ করতে না দেওয়া থেকে (denied entry)। জানা গিয়েছে ওই রেস্তোরাঁতে হিজাব পরিহিত এক মহিলা খেতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে ঢুকতে দেননি রেস্তোরাঁর মালিক। এরপরেই বিতর্ক শুরু হয়। তুমুল হইচইয়ের মধ্যে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়।  

ঘটনাটি ঘটেছে বাহরিনের রাজধানী মানামার আদলিয়া এলাকায় অবস্থিত একটি ভারতীয় রেস্তোরাঁ বাহরাইন ল্যান্টারসে। ঘটনার পর রেস্তোরাঁটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলাও করে ক্ষমা চেয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ক্ষমা চাওয়ার বার্তায় বলা হয়েছে রেস্তোরাঁটি ৩৫ বছর ধরে পরিষেবা দিয়ে আসছে। সব ভাষা, ধর্মের মানুষকে তাঁরা স্বাগত জানান। তবে এই ঘটনাটি ব্যতিক্রম। কোনওভাবে একটা বড় ভুল করে ফেলেছে রেস্তোরাঁটি।  

Latest Videos

সংবাদমাধ্যম ডেইলি ট্রিবিউন জানিয়েছে যে ওই রেস্তোরাঁর কর্মীরা একজন পর্দানশীল মহিলাকে প্রবেশে বাধা দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে। অফিসিয়াল চিঠিতে আরও জানানো হয়েছে যে একজন ভারতীয় ম্যানেজারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ওই রেস্তোরাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে “প্রত্যেককে এই হোটেলে স্বাগত জানাই। ৩৫ বছরেরও বেশি সময় ধরে আমরা বাহরাইনের মতো সুন্দর দেশে সমস্ত ভাষা বর্ণের মানুষকে সেবা করে আসছি। ল্যান্টার হল এমন একটি জায়গা যা প্রত্যেকের জন্য সমান সুবিধা দেয়, যাতে পরিবারের সঙ্গে সুন্দর সময় এখানে কাটাতে পারে। তবে ম্যানেজার একটা ভুল করে ফেলেছেন। তার জন্য ক্ষমাপ্রার্থী। তাদের পরিবারের সাথে উপভোগ করার এবং বাড়িতে অনুভব করার জন্য। ওই ম্যানেজারকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। রেস্তোরাঁর পক্ষ থেকে ২৯শে মার্চ অর্থাৎ মঙ্গলবার কমপ্লিমেন্টারি  খাবার পরিবেশন করা হবে।”  

প্রতিবেদন অনুসারে বাহরাইনের টুরিজম অ্যান্ড এগজিবিশন অথরিটি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, জানানো হয়েছে কোনওভাবেই যাতে দেশের নিয়মের বিরোধিতা না করা হয়, তারদিকে নজর রাখতে হবে। 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন