মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থব্যবস্থায় নতুন বিপ্লব এনে দিল হেড ট্রান্সপ্ল্যান্ট সিস্টেম। এই ব্যবস্থা সাফল্য পেলে সারা বিশ্বেই হেড ট্রান্সপ্ল্যান্ট শুরু হতে পারে।
হেড ট্রান্সপ্ল্যান্ট! শুনতে অবাক লাগলেও, সত্যি। এই ব্যবস্থা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউরোসায়েন্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সংস্থা ব্রেইনব্রিজ। এই সংস্থাই বিশ্বের প্রথম হেড ট্রান্সপ্ল্যান্ট চালু করতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ভিডিওর মাধ্যমে হেড ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়েছে। কোনও মানব চিকিৎসককে এই জটিল অস্ত্রোপচার করতে দেখা যাচ্ছে না। একাধিক সার্জিক্যাল রোবট একজন ব্যক্তির মাথা অন্যজনের শরীরে প্রতিস্থাপন করছে। এই ভিডিও ঘিরে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল। এভাবে হেড ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে কোনও ব্যক্তিকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে কি না, সে বিষয়ে বিতর্ক শুরু হয়েছে।
মারণরোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করবে নতুন ব্যবস্থা
ব্রেইনব্রিজ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হেড ট্রান্সপ্ল্যান্ট চালু হলে ক্যান্সার, পক্ষাঘাত, অ্যালঝাইমার্স, পার্কিনসনসের মতো দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের নতুন জীবনদান করা সম্ভব। অত্যাধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতি কাজে লাগিয়ে হেড ট্রান্সপ্ল্যান্ট সিস্টেম চালু করা হচ্ছে। কোনও সুস্থ ব্যক্তি ব্রেন-ডেড হয়ে গেলে পরিবারের সম্মতিতে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির শরীরে মাথা প্রতিস্থাপিত করা যেতে পারে। গ্রাফিক ভি়ডিওর মাধ্যমে দেখানো হয়েছে, গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে অন্য দেহে সেই মাথা প্রতিস্থাপিত করা হচ্ছে। রোবটরা সহজেই এই অস্ত্রোপচার করছে।
হেড ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতি নিয়ে প্রশ্ন
ভারত-সহ বিভিন্ন দেশে অঙ্গ প্রতিস্থাপন জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু কোনও দেশেই এখনও পর্যন্ত হেড ট্রান্সপ্ল্যান্ট করা হয়নি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো চিকিৎসার নতুন পদ্ধতি দেখা যেতে পারে। কিন্তু হেড ট্রান্সপ্ল্যান্ট নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এই পদ্ধতির মাধ্যমে কোনও মুমূর্ষু ব্যক্তিকে নতুন জীবন দেওয়া নৈতিকভাবে উচিত কি না, সে বিষয়ে অনেকে তর্ক করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Organ Transplant: ব্রেন ডেড মহিলার হাত প্রতিস্থাপন, ফের তুলি ধরছেন চিত্রশিল্পী
এশিয়ার প্রথম প্রবীণ ব্যক্তি, যিনি ৭৮ বছর বয়সে ফুসফুস প্রতিস্থাপন করে সুস্থ হয়ে উঠেছেন
বিশ্বে এই প্রথম, মানবদেহে শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা