নির্বাচনী নির্ঘণ্ট এখনও প্রকাশ পায়নি। তার আগেই আসন সংরক্ষণ ঘিরে বিতর্ক তৈরি হল দক্ষিণ দমদম পুরসভায়। অভিযোগ,একই ওয়ার্ডে দুবার মহিলা আসন সংরক্ষিত রয়েছে। যা নিয়ে হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। সব শুনে দক্ষিণ দমদম পুরসভায় সংরক্ষিত আসনের তালিকা বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট। আইন মেনে সংরক্ষিত আসন তালিকা তৈরি না হওয়ায় সোমবার রাজ্য নির্বাচন কমিশনকে ফের তালিকা তৈরির নির্দেশ দেন বিচারপতি অরিন্দম সিনহা।
নির্ধারিত মাত্রার দ্বিগুণ, হাসপাতালে শব্দ দূষণ নিয়ে রিপোর্ট নিয়ন্ত্রণ পর্ষদের
কলকাতা, হাওড়ার পাশাপাশি রাজ্যের আরও বেশ কয়েকটি পুরসভায় ভোট রয়েছে। ৩৫ আসন বিশিষ্ট দক্ষিণ দমদম পুরসভাতেও এ বছর ভোট। এ দিকে ভোটের আগে অরূপ দে নামে দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা হাইকোর্টে মামলা করেন। বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে মামলাকারীর আইনজীবী অনিন্দ্য লাহিড়ী বলেন, গত পুরসভা ভোটের আগে আসন পুনর্বিন্যাসের সময় ২ এবং ২৯ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত ছিল।
বসন্তের শুরুতেই আকাশ মেঘলা, আগামী ৩ দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল আক্টের ১৯৯৪ সালের আসন সংরক্ষণ আইন অনুযায়ী, একই ওয়ার্ডে পরপর দু'বার সংরক্ষিত আসন থাকতে পারে না৷ ফলে গত ১০ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনের যে তালিকা বের হয়েছে তা আইন মেনে হয়নি৷ কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী নয়ন চাঁদ বিহানী দাবি করেন, সংরক্ষিত আসনের তালিকা আইন মেনে তৈরি করেছে কমিশন।
এবার নোংরা জল শোধন করেই রাস্তা ও গাড়ি ধোয়া, পুনর্ব্যবহারের পরিকল্পনায় এনকেডিএ
রাজ্য় রাজনৈতিক মহলের মতে, শীঘ্রই পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। মনে করা হচ্ছে এপ্রিলেই ঢাকে কাঠি পড়তে পারে নির্বাচনের। সেকারণে রাজ্য়ের সব জায়গাতেই সৌন্দর্যায়নের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কালীঘাটের ফরমানে দ্রুত সেই কাজ শেষ করতে নেমে পরেছেন পুরপিতারা।