সন্ধেয় কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী

Published : Apr 22, 2020, 06:11 PM IST
সন্ধেয় কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী

সংক্ষিপ্ত

দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা     বৃহস্পতিবার উত্তরবঙ্গ এবং সিকিমে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে   দার্জিলিং শহরের জেলাগুলিতে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা  গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৭০ থেকে ১১০ মিমি পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস 

 কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার থেকেই কালবৈশাখীর সম্ভাবনা। আগামিকাল উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন ঝড়ের গতিবেগ বাড়বে।নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। এর জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।বুধবার এই মুহূর্তে শহর কলকাতার তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

 

আরও পড়ুন, আকাশ থেকে কেমন লাগছে শহরকে, লকডাউনের ছবি তুলে ধরল কলকাতা পুলিশ


  বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে নয় ডিগ্রি কম। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৫ শতাংশ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সেদিক থেকে ঝড়-বৃষ্টি শুরু হওয়াতে শহরের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে।   গত ৪৮ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার রাতে কলকাতায়  ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ আরও একটি ঝড় আসে। তার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৬ কিলোমিটার। সঙ্গে প্রবল বৃষ্টিও হয়।

আরও পড়ুুন, লকডাউনে ওদের সঙ্গে ফের হবে দেখা, অ্য়াপে-ওয়েবসাইটে ঘরে বসেই চিড়িয়াখানার স্বাদ নিতে পারবে কলকাতাবাসী

 

 বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও সিকিমে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ফের রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলির বিশেষ করে দার্জিলিং শহরের জেলাগুলিতে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ঝড় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। 

আরও পড়ুন, রমজানে যত্রতত্র থুতু না ফেলার অনুরোধ, করোনা রুখতে স্বাস্থ্য়-সম্প্রীতির পরামর্শ ধর্মগুরুদের

উত্তর প্রদেশ ও বিহারে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত । নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ছত্রিশগড়ের ওপর দিয়ে রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে  রাজ্যে। বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন ঝড়ের গতিবেগ বাড়বে।  দু'এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। ঝড়ের গতিবেগ কোথাও কোথাও ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।  ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৪ থেকে ৫ দিন ব্যাপক ঝড় বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা। আসাম মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল।

 

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া, মেডিক্য়ালে চিকিৎসক ও সংক্রামিত রোগী থেকে কোয়ারেন্টিনে অন্তত আরও ৪৫

  করোনা পজিটিভ প্রসূতির সুস্থ সন্তান, খুশির হাওয়া ফুলেশ্বরের হাসপাতালে

  করোনার কোপ এবার বাইপাসের ধারের বস্তিতে, ১৫০০০ মানুষকে পাঠানো হল কোয়ারেনন্টিনে

 

PREV
click me!

Recommended Stories

WB 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! দেখুন হিসেব
Today live News: Share Market Today - মঙ্গলে বাজারের পতনেও লাভের সুযোগ? নজরে রাখুন এই স্টকগুলি