ক্ষতিগ্রস্থ বাড়ি পর্যবেক্ষন করবেন মেট্রোর ইঞ্জিনিয়ররা, নিরাপদ স্থানে সরানো হতে পারে বেশ কিছু পরিবারকে

কয়েকমাস আগেই একই ঘটনার সম্মুখীন হয়েছিল বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। মেট্রোর কাজের জেরে ফাটল দেখা দিয়েছিল একাধিক বাড়িতে। প্রায় চার মাস পর সেই স্মৃতিই ফিরে এল মদন দত্ত লেনে। শুক্রবার ভোররাতে ফাটল দেখা দেয় বৌবাজারের মদন দত্ত লেনের একাধিক বাড়িতে।  

বৌবাজারের মদন দত্ত লেনের আরও বাড়িতে ফাটল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। গতকালই মেট্রোর সুরঙ্গে জল ঢোকার জেরে ফাটলের খবর মিলেছিল ১০টি বাড়িতে। এবার স্থানীয়দের অভিযোগ আরও বেশ কিছু বাড়িতে ফাটল দেখা গিয়েছে। শুধু তাই নয় ফাটল দেখা গিয়েছে মদন দত্ত লেনের বেশ কিছু দোকানেও। গতকাল দিনভর বউবাজারে মাটির নীচে চলেছে গ্রাউটিংয়ের কাজ। চলছে ঘটনাস্থলের মাটি পরীক্ষার কাজ। প্রয়োজনে নিরাপদ স্থানে সরানো হবে বাসিন্দাদের। 

কয়েকমাস আগেই একই ঘটনার সম্মুখীন হয়েছিল বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। মেট্রোর কাজের জেরে ফাটল দেখা দিয়েছিল একাধিক বাড়িতে। প্রায় চার মাস পর সেই স্মৃতিই ফিরে এল মদন দত্ত লেনে। শুক্রবার ভোররাতে ফাটল দেখা দেয় বৌবাজারের মদন দত্ত লেনের একাধিক বাড়িতে। তারপর থেকেই চূড়ান্ত তৎপরতা কেএমআরসিএল-এ। সূত্রের খবর, শনিবার এলাকার সব বাড়ি ঘুরে দেখবেন মেট্রোর ইঞ্জিনিয়ররা। চলছে মাটির মধ্যে রাসায়নিক ঢুকিয়ে মাটি পরীক্ষাও। এখন পর্যন্ত দেড়শোরও বেশি বাসিন্দাকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। প্রয়োজনে আরও পরিবারকে নিরাপদ জায়গায় সরানো হবে বলে জানা যাচ্ছে। 

Latest Videos

এর আগে গত ১১ মে মেট্রোর কাজ চলাকালীন, বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। আতঙ্কে বাড়ি ছেড়ে বেড়িয়ে আসে স্থানীয়রা। এই ঘটনার ৪ মাসের মাথায় একই ঘটনার পূণরাবৃত্তি ঘটল মদন দত্ত লেনে। ঘটনা প্রসঙ্গে মদন দত্ত লেনের এক বাসিন্দা জানিয়েছেন, "ভোর চারটে উঠে দেখি বাড়িতে ফটল ধরেছে। বেড়িয়ে দেখি এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরায় হুড়োহুড়ি পড়ে গিয়েছে গোটা এলাকায়।" অপর এক বাসিন্দা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বলেছেন, "দুর্গা পিতুরি লেনের যাঁরা বাড়ি ছেড়েছিল, তাঁরা কি কেউ বাড়ি পেয়েছে?" 

আরও পড়ুন-
‘হ্যাগরিড’-হারা হগওয়র্টস! চলে গেলেন বিখ্যাত চরিত্রাভিনেতা রবি কোলট্রেন মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর 
মধু ছড়িয়ে বিজেডি ও বিজেপি নেতামন্ত্রীদের টোপ! কীভাবে যৌনচক্রের জাল বিছিয়ে কোটিপতি হয়েছিলেন ওড়িশার অর্চনা নাগ?
আরও একবার বিশ্বসেরার তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর মধ্যে ৪২ জনই জেইউ-এর শিক্ষক

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed