যুদ্ধ নয়, শান্তি চাই, রামকৃষ্ণের জন্মতিথিতেই জয়ী প্রার্থীর উদ্যোগে দক্ষিণেশ্বরে বেরল শান্তি মিছিল

Published : Mar 04, 2022, 02:34 PM ISTUpdated : Mar 04, 2022, 02:35 PM IST
যুদ্ধ নয়, শান্তি চাই, রামকৃষ্ণের জন্মতিথিতেই জয়ী প্রার্থীর উদ্যোগে দক্ষিণেশ্বরে বেরল শান্তি মিছিল

সংক্ষিপ্ত

যুদ্ধে আবহে ভারত বরাবরই শান্তির বার্তা দিয়ে এসেছে গোটা বিশ্বকেই। এই মুহূর্তে  বিশ্ব শান্তির বার্তা দিয়ে এই মিছিল আয়োজন করেন কামারহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী অরিন্দম ভৌমিক

রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৭ জন্মতিথি উপলক্ষ্যে গোটা রাজ্যজুড়েই চলছে নানা অনুষ্ঠান। এবার এরই মধ্যে বাংলার এই সাধকের আবির্ভাব দিবসেই দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন উইঙ্কর সামনে থেকে যুদ্ধ নয় শান্তি চাই এর বার্তা নিয়ে একটি শান্তি মিছিলের আয়োজন করা হল। ইতিমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে থরহরি কম্প গোটা বিশ্ব। দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। হতাহতের সংখ্যাও হু হু করে বেড়ে চলেছে। এদিকে সেখানে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়। প্রাণ সংশয় দেখা দিয়েছে তাদের জীবনেও। মারাও গিয়েছেন দুজন ভারতীয় পড়ুয়া। যা নিয়ে চিন্তায় দিল্লি। জোরকদম চলছে উদ্ধার কাজ। এদিকে যুদ্ধে আবহে ভারত বরাবরই শান্তির বার্তা দিয়ে এসেছে গোটা বিশ্বকেই। এই মুহূর্তে  বিশ্ব শান্তির বার্তা দিয়ে এই মিছিল আয়োজন করেন কামারহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী অরিন্দম ভৌমিক। 

বর্ণাঢ্য শোভাযাত্রার শুরুতে রামকৃষ্ণ পরমহংসের জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায় তাঁকে। পাশাপাশি কামারহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে ঘোরে এই শোভাযাত্রা। এই প্রসঙ্গে বলতে গিয়ে অরিন্দম ভৌমিক বলেন, “কামারহাটির এই এলাকায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি বহুবার পড়েছে। আজ তাঁরই জন্মতিথি। আমি এই দিন বিগত কয়েক বছর ধরেই বের করি এই ব়্যালি। এবছরও সেই কারণেই বের করা হয়। সঙ্গে শুধু এবার একটা শান্তির বার্তা রয়েছে আমাদের। আজ সাড়া বিশ্বে যে হানাহানি চলছে, যে যুদ্ধ চলছে এই সময় আমরা চাই সবার মধ্যে ঠাকুর চেতনা জাগাক। আজকে ঠাকুরের জন্মতিথি থেকে মানুষের চেতনা উদয় হোক, শান্তিতে বসবাস করাটা জরুরি। সহজ কথায় যুদ্ধ নয়, হানাহানি নয়, এই বার্তা দেওয়ার জন্যই ঠাকুরের ব়্যালিতে আমরা বেড়িয়েছি।”

আরও পড়ুন- রাশিয়ান মহাকাশযান থেকে মুছে গেল আমেরিকা-জাপান-ব্রিটেনের পতাকা, রইল ভারতের তেরঙা পতাকা

আরও পড়ুন- “উনি নামেই যোগী, কিন্তু কর্মে ভোগী”, অখিলেশের প্রচারে ফের ঝড় তুলে বিজেপি তীব্র আক্রমণ মমতার

আরও পড়ুন- নির্দলের বিজয় মিছিলে তৃণমূলের হামলা, পাল্টা নির্দলীদের বিরুদ্ধে পার্টি অফিসে হামলার অভিযোগ তৃণমূলের

এদিকে শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে এদিন সকালেই নবান্নে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গিয়েছে মন্ত্রী অরূপ রায়কে। অন্যদিকে জন্মতিথি উপলক্ষ্যে এদিন ব্যাপক ভিড় দেখতে পাওয়া যাচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে।একই চিত্র বেলুড়েও। এদিন উপলক্ষ্যে মনে রাখা ভালো রামকৃষ্ণ পরমহংসদেব একাধারে যেমন ছিলেন ভারতীয় বাঙালি যোগসাধক তেমনই ছিলেন দার্শনিক ও ধর্মগুরু। ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি, হুগলীর কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি।বাঙালী বহুকাল থেকে তাঁকে গদাই নামেই চেনে। আজই তাঁর ১৮৭ তম আবির্ভাব দিবস। 

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে