উদ্বোধনের আগেই বদলে গেল শিয়ালদহ মেট্রোর নাম। কো ব্র্যান্ডিং হয়ে গেল শিয়ালদহ মেট্রো। আগামী তিন বছরে স্টেশন ব্র্যান্ডিং করা হল। স্টেশনের নয়া নাম হল ডিটিডিসি শিয়ালদহ মেট্রো। স্টেশন এলাকা পুরোটাই ব্যবহার করতে পারবে এই সংস্থা। তবে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন নিয়ে এখনও দিনক্ষণ ঠিক করা হয়নি। মূলত একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয় মেট্রো কর্তৃপক্ষের।
উদ্বোধনের আগেই বদলে গেল শিয়ালদহ মেট্রোর নাম। কো ব্র্যান্ডিং হয়ে গেল শিয়ালদহ মেট্রো। আগামী তিন বছরে স্টেশন ব্র্যান্ডিং করা হল। স্টেশনের নয়া নাম হল ডিটিডিসি শিয়ালদহ মেট্রো। স্টেশন এলাকা পুরোটাই ব্যবহার করতে পারবে এই সংস্থা। তবে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন নিয়ে এখনও দিনক্ষণ ঠিক করা হয়নি। মূলত একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয় মেট্রো কর্তৃপক্ষের।
শিয়ালদহ মেট্রো উদ্ধোধনের আগেই নয়া নামকরণ। আগামী তিন বছরে স্টেশন ব্র্যান্ডিং করা হল। মূলত বুধবার একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয় মেট্রো কর্তৃপক্ষের। স্টেশনে ঢোকার সময় প্রতিটি দরজায় লেখা থাকবে ওই সংস্থার নাম ও লোগো। এখানেই শেষ নয় স্টেশন এলাকার মধ্য়ে ১৫০০ বর্গফুট এলাকা বিশিষ্ট সংশ্লিষ্ট সংস্থা নিজেদের বিপণনের জন্য ব্যবহার করতে পারবে। রাখতে পারবে কিয়স্ক এবং অন্যান্য ব্র্যান্ডিংয়ের সামগ্রি।মেট্রোর অন্দরের খবর, ইতিমধ্য়েই রেলবোর্ডের তরফে মৌখিকভাবে তাঁদের পরিষেবা চালু করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া কথা জানানো হয়েছে। যদিও মেট্রো কর্তৃপক্ষ এখনও এনিয়ে কোনও মুখ খোলেনি।রেল বোর্ডের বার্তা পাওয়ার পরে শিয়ালদহে নবনির্মিত মেট্রো স্টেশন পরিচ্ছন্ন করার বিষয়ে তৎপরতা শুরু হয়েছে বলে কেএমআরসিএল সূত্রে খবর।
আরও পড়ুন, শুভেন্দু-সহ ৭ বিধায়কদের সাসপেনশন তুলে নেওয়া হোক, এবার মত ফিরহাদ-পার্থদেরও
ওয়াকিবহাল মহলের ধারণা, অতি সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজে বৌবাজারে ফের বিপর্যয় এবং সেই সূত্রে কেন্দ্র- রাজ্য টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে মুখ্য খুলতে পারেন রেলমন্ত্রী। মন্ত্রীর সফরের নির্ঘটন্ত চূড়ান্ত না হওয়ায় পূর্বরেল এবং মেট্রোর তরফে এনিয়ে আর কোনও মন্তব্য করা হয়নি। তবে ফের কোনও কারণে শিয়লদহ পর্যন্ত যাত্রী পরিষেবার উদ্ধোধন পিছিয়ে গেলে তৈরি পরিকাঠামো ফেলে রাখার অভিযোগ উঠবে। যাত্রীদের পরিেবা থেকে বঞ্চিত রাখার অভিযোগও উঠতে পারে। জুনের মধ্যে উদ্ধোধনের কাজ না মিটলে কমিশনার অব রেলওয়ে সেফটির দেওয়া ছাড়পত্রের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ফের অুমতির প্রয়োজন হবে। তাই সব দিক খতিয়ে দেখেই শিয়ালদহ পর্যন্ত পরিষেবা খুলে দেওয়া হতে পারে বলে খবর।
আরও পড়ুন, উলুবেড়িয়ার জেলেই মৃত্য়ু বিজেপি কর্মীর, পয়গম্বর বিতর্কে হিংসার অভিযোগে হয়েছিলেন গ্রেফতার
উল্লেখ্য ইস্ট-ওয়েস্ট প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে শিয়ালদহ। এই স্টেশন ধরেই লক্ষ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করতে পারবে বলেই আশাবাদী কলকাতা মেট্রো রেল কৃর্তৃপক্ষ। তাই দ্রুত বেগে চলছে লুক বদলের কাজ। শিয়ালদহ স্টেশনের একদিকে ফুলবাগান মেট্রো এবং অন্যদিকে এসপ্ল্য়ানেড মেট্রো স্টেশন । তাই ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রাখা হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনেও।
আরও পড়ুন, প্রফেসর বর পাওয়া হল না, আদালতের নির্দেশে চাকরি যেতেই বিয়েতে বেঁকে বসল প্রেমিক