'ফের পলিটিক্যাল টুরিস্ট ফিরে এসেছে বাংলায়', পার্থ-কাকুলির তোপের মুখে অমিত শাহ

'পলিটিক্যাল টুরিস্ট বাংলায় ফিরে এসেছে', ফের তৃণমূলের শীর্ষ নের্তৃত্বের তোপের মুখে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।  

'পলিটিক্যাল টুরিস্ট বাংলায় ফিরে এসেছে', ফের তৃণমূলের শীর্ষ নের্তৃত্বের তোপের মুখে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ-র রাজ্য সফরের দ্বিতীয় দিনে জোর আক্রমণ করলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কাকুলি ঘোষ দস্তিদার। এদিন টুইটে তোপ দেগে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'বাংলাকে কলঙ্কিত করতে , মিথ্যাচার ছড়িয়ে দিতে ফের বাংলায় ফিরে এসেছে পলিটিক্যাল টুরিস্ট।' মূলত এদিন পলিটিক্যাল টুরিস্ট হ্যাস ট্যাগ দিয়েই শাহ-কে শব্দ বাণে আক্রমণ করেছে ঘাসফুল শিবির।

 

কাকুলি ঘোষ দস্তিদার টুইটে তোপ দেগে বলেছেন, 'আমাদের পবিত্রভূমি থেকে আপনার বিভেদমূলক রাজনীতি সরিয়ে রাখুন। কারণ আপনি হয়তো বুঝতে পারছে না বাংলা ঐক্যবদ্ধ।' শুক্রবার সকালেই তিনবিঘা ইস্যুতে উত্তরবঙ্গ সফরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  মূলত বিজেপির বাংলা ভাগের দাবির ইস্যুতেই এবার পাল্টা অমিত শাহ নিশানা করলেন কাকুলি ঘোষ দস্তিদার। 'সীমান্ত সমস্যার জন্য কে দায়ী', বলেও এদিন অমিত শাহকে টুইট করে প্রশ্ন তুলেছে তৃণমূল শিবির। কটাক্ষ করে বলেছে, 'স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়ির কাজ করতে ভূলে গিয়েছেন।' প্রসঙ্গত, শুক্রবার তিনবিঘাতে সফরসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বৈঠক করবেন বিএসএফ-র উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার কথা। মূলত এধিন তিনবিঘা করিডোর নিয়ে এদিন আলোচনা করার কথা  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

আরও পড়ুন, কাশীপুরে বিজেপির কর্মীকে 'খুনের' অভিযোগ, সফরসূচি বদলে সোজা ঘটনাস্থলে যাচ্ছেন অমিত শাহ

আরও পড়ুন, আজ তিনবিঘাতে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তার অপেক্ষায় সারা বাংলা

 

প্রসঙ্গত, ১৯৯২ সালে বাংলাদেশের দুই গ্রাম দহগ্রাম এবং আঙ্গারাপোতার মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ভারতের তিন বিঘাতে একটি করিডোর স্থাপন করা হয়। এই করিডোর দিয়েই চলাফেরা করেন বাংলাদেশিরা। আগে ১২ ঘন্টা ওই করিডোর খোলা থাকলেও এখন ২৪ ঘন্টাই ওই করিডোর বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভারত -বাংলাদেশের সীমান্তবর্তী এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ। এটির উপর বিশেষ নজর রয়েছে কেন্দ্রেরও। ১৯৭৪ সালের চুক্তি অনুসারে বেরুবাড়ি পায় ভারত। তার পরিবর্তের বাংলাদেশের দুটি  ছিটমহল দহগ্রাম এবং আঙ্গারাপোতার মানুষের যাতায়াতের জন্য তিনবিঘাকে ব্যবহার করে করিডোর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনবিঘা করিডোর বাংলাদেশকে ইজারা দিয়েছিল ভারত। প্রায় ৬০০ ফুট বাই ৩০০ ফুট সেই করিডোর তৈরিকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েছিলেন এলাকার মানুষ। মৃত্য়ুও হয়েছিল কয়েকজনের। তখন সেটা এখন ইতিহাসের পাতায় স্থান পেয়েছে।  যদিও এদিন উত্তরবঙ্গ সফরের মাঝেই কাশীপুরের বিজেপি কর্মী খুনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। যার জেরে এদিনের কলকাতা সফর সূচি বদলে সোজা ঘটনাস্থলে যাচ্ছেন অমিত শাহ। 

আরও দেখুন, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি, আজই তৈরি হতে পারে নিম্নচাপ

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী