পুজোয় এড়িয়ে চলুন রাস্তার খাবার, বদলে বেছে নিতে পারেন এই পদগুলো

পুজোয় সুস্থ থাকতে নজর রাখুন খাবারে

রাস্তায় বেড়িয়ে খাবার এড়িয়ে চলুন

বিরিয়ানি কিংবা চপ নয়

খাবারের তালিকায় রাখবেন কী জেনে নিন

পুজোয় রাস্তায় বেশ কিছুটা সময় কাটাতে হয় অনেককেই। শুধু তাই নয়, সঙ্গে আবার পরিবারের মহিলাদের রান্না না করার নানা বাহানা দেখা দেয়। এই পরিস্থিতিতে  রাস্তায় খাবার খাওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু পুজোর বিক্রি বেশি। তাই তারাতারি খাবার পাতে দিতে আগে থেকেই রান্না করে রাখা হয় বিস্তর। কখনও তা শেষ হয়, কখনও আবার হয় না।

আরও পড়ুনঃ পুজোর আড্ডা জমিয়ে তুলতে চলে আসুন সিয়েনা ক্যাফে-তে

Latest Videos

এই পরিস্থিতিতে পুজোর সময় শরীর সুস্থ রাখতে বেছে নিতে পারেন এই খাবারগুলোঃ
১) কোনও হোটেলে বা রেস্তোরাতে খেতে গেলে অবশ্য বেছে নিন চাইনিজ। কারণ এটি একমাত্র পদ যা তখনই রান্না করে দিতে হয়। ফলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। 
২) মিষ্টির দোকানে খাবার খাওয়া যেতে পারে। যেমন চাট,  কচুরী প্রভৃতি। কারণ মিষ্টির দোকানেও গরম গরম চোখের সামনেই তৈরি করা হয় এই ধরনের খাবারগুলো।
৩) ফুচকা-চুরমুর তো পুজোয় লেগেই থাকে। কিন্তু রাস্তার তৈরি চপ, তেলে ভাজা এড়িয়ে চলতে হবে শরীর ভালো রাখতে। রাত জাগার ফলে তা থেকে হজমের সমস্যা দেখা দিতে পারে।
৪) খাওয়া যেতে পারে সাউথ ইন্ডিয়ান ফুড। ধোসা, বড়া, এগুলোর সেল তুলনামূলকভাবে কম থাকে। তাই এই ধরনের খাবার খুব একটা বেশি মাত্রায় তৈরি হয় না। 
৫) আইস্ক্রিম, পেস্ট্রি, কেক, মেদ নিয়ে মাথা না ঘামালে এই খাবারগুলো রাখতেই পারেন খাদ্যতালিকাতে। তাই বলে রাস্তার বরফ ব্যবহার করা হয় এমন ধরনের পানীয় কিংবা আইস্ক্রিম না খাওয়াই ভালো।

৬) শরীর সুস্থ রাখতে অতি-অবশ্য চেষ্টা করবেন দুপুরে বাইরে খেতে, রাতে নয়। কারণ অধিকাংশ জায়গায় সকালে বেশি করে রান্না করা থাকে, তা রাত পর্যন্ত চালিয়ে দেওয়া হয়। যার ফলে খাবার টাটকা থাকার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। 
 

Share this article
click me!

Latest Videos

‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News