Conjunctivitis: ‘জয় বাংলা’ আক্রান্তের চোখের দিকে তাকালেই কি কনজাংটিভাইটিস-এ আক্রান্ত হবেন আপনি?

চলতি মাসে শহর কলকাতায় ক্রমাগত বাড়ছে কনজাংটিভাইটিস আক্রান্তের সংখ্যা। চোখ লাল হয়ে ফুলে ওঠা মানুষের চোখের দিকে তাকালেই কি সুস্থ মানুষের ‘জয় বাংলা’ হতে পারে? জেনে নিন।

 

Sahely Sen | Published : Jul 23, 2023 4:01 AM IST / Updated: Jul 23 2023, 02:12 PM IST
15

ডাক্তারি ভাষায় রোগটির নাম কনজাংটিভাইটিস, যাকে চলতি বাংলায় বলা হয় ‘জয় বাংলা’, আর চলতি ইংরেজিতে বলা হয় ‘পিঙ্ক আই’ (Pink Eye) অর্থাৎ, গোলাপি চোখ। চোখ ফুলে যাওয়া, চুলকানি অনুভব করা, ক্রমাগত জল পড়া এবং চোখের সাদা অংশটি লাল হয়ে ওঠাই এই রোগের প্রধান লক্ষণ।

25

অ্যাডিনো ভাইরাস দ্বারা কনজাংটিভাইটিস রোগ ছড়ালেও অনেক মানুষ মনে করেন যে, ‘জয় বাংলা’-য় আক্রান্ত ব্যক্তির চোখের দিকে তাকালেই তিনিও ‘জয় বাংলা’-য় আক্রান্ত হয়ে যাবেন। এই ধারণাকে একেবারেই ‘ভুল’ বলছেন চক্ষু বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আক্রান্তের চোখের দিকে তাকালে মোটেই কনজাংটিভাইটিস ছড়ায় না।

35

কনজাংটিভাইটিস আক্রান্ত মানুষ নিজের চোখ চুলকানোর পর যদি এমন জায়গায় হাত রাখেন, যেখানে সুস্থ মানুষরাও হাত দিচ্ছেন, তাহলে এই রোগ ছড়াতে পারে। সুস্থ বা অসুস্থ, সমস্ত মানুষকে হাত ভালোভাবে ধোয়ার পরেই চোখে হাত দেওয়া উচিত। নাহলে, চোখের জল থেকে হাতের স্পর্শের মাধ্যমেই সুস্থ মানুষের চোখে ছড়িয়ে পড়তে পারে ‘জয় বাংলা’।

45

চোখ থেকে জল পড়া শুরু হলেই বারবার পরিষ্কার জল দিয়ে চোখ ধোয়া শুরু করুন। চোখ চুলকোলে সাধারণ ড্রপ ব্যবহার করতে পারেন। সেকেন্ডারি ইনফেকশন রোধ করতে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রপ ব্যবহার করুন। আর, চোখে ব্যথার কারণে জ্বর এসে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

55

বাড়িতে কোনও ব্যক্তি কনজাংটিভাইটিস রোগে আক্রান্ত হলে পরিবারের প্রত্যেক সদস্য স্যানিটাইজার ব্যবহার করা শুরু করুন। চোখে সাধারণ কোনও চশমা পরতে পারেন, কারণ, এর ফলে বারবার চোখে হাত পৌঁছবে না। মাঝে মাঝেই সাবান হাত ধোয়ার অভ্যেস রাখুন। যিনি আক্রান্ত হয়েছেন, তাঁকে ৫ থেকে ৭ দিন আলাদা ঘরে থাকতে দেওয়ার চেষ্টা করুন।

আরও পড়ুন-
Kuber Mantra: সম্পদের দেবতা কুবের-কে তুষ্ট করতে প্রত্যেকদিন জপ করুন এই ১০৮টি মন্ত্র

Sex Tips: হাতে সময় না থাকলে চটজলদি উদ্দাম যৌনরসের মজা উপভোগ করবেন কীভাবে?
Bhagavad Gita Oppenheimer: যৌন সঙ্গমের সময় ভগবদ গীতা-র স্তোত্র পাঠ, ‘ওপেনহাইমার’ সিনেমা দেখে হিন্দুদের ক্ষোভ

Viral Video: “চা নিরামিষ-ই হয় স্যার”, ‘হালাল সার্টিফায়েড’ চা নিয়ে হিন্দু যাত্রীর সঙ্গে রেলকর্মীর দ্বন্দ্ব

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos