Rum and Brandy: সর্দি-কাশির 'ওষুধ' ভেবে খাচ্ছেন রাম-ব্র্যান্ডি, চিকিৎসকরা কি আদৌ 'ভালো' বলছেন?

অনেকের মতেই শীতকালে রাম কিংবা ব্র্যান্ডি, এই ধরনের অ্যালকোহল পান করলে শরীর গরম হয়ে থাকে, যার ফলে চট করে ঠাণ্ডা লাগে না এবং শরীর খারাপ হয় না। কিন্তু, আদতে সত্যিই কি এগুলির দ্বারা শরীরের উপকার হয়ে থাকে?

Sahely Sen | Published : Dec 12, 2023 2:35 AM IST / Updated: Dec 12 2023, 08:55 AM IST

18

শীতের মরশুমে ঠাণ্ডা লেগে সর্দি-কাশি হয়ে শরীরের একেবারে দফারফা। শরীর গরম রাখার জন্য অনেকেই অ্যালকোহল সেবন করার কথা বলে থাকেন। 

28

অনেকের মতেই শীতকালে রাম কিংবা ব্র্যান্ডি, এই ধরনের অ্যালকোহল পান করলে শরীর গরম হয়ে থাকে, যার ফলে চট করে ঠাণ্ডা লাগে না এবং শরীর খারাপ হয় না। কিন্তু, আদতে সত্যিই কি এগুলির দ্বারা শরীরের উপকার হয়ে থাকে?

38

চিকিৎসকদের মতে, অনেক মানুষই মনে করেন যে, ঠান্ডা লাগলে বা বুকে কফ জমলে গরম জলে রাম মিশিয়ে খেলেই দূরে পালাবে সর্দি, কাশি, কফ। এমন ধরনের অসুখে নাকি এটাই মহৌষধি! এই ধরণাটি একেবারেই ভুল।

48

রাম-ব্র্যান্ডি খেলে সর্দি কাশি দূরে পালিয়ে যাবে বা এমন শরীর গরম হবে যে প্রচন্ড ঠান্ডাও হার মানবে, এমনটা কিন্তু আদৌ হয় না। রাম বা ব্র্যান্ডি খাওয়া মাত্র কিছুক্ষণের জন্য শরীর গরম হয়ে ওঠে ঠিকই। তবে সেটা মিনিট ১৫-এর বেশি নয়।

58

রক্তে অ্যালকোহল মিশতে থাকলে শরীরের ধমনীগুলি সংকুচিত হয়ে যায়। সেসময় শরীর থেকে উত্তাপ বাইরে বেরোতে পারে না। তাই সাময়িক গরম বোধ হয়। তবে, কিছুক্ষণের মধ্যেই ধমনীগুলি আবার প্রশস্ত হয়ে যায়। তাই, মদ্যপান করলে যে শরীর লাগাতার গরম হয়ে থাকবে, এমনটা মোটেও ঠিক কথা নয়। 

68

চিকিৎসকরা জানাচ্ছেন, সর্দি কাশি হল শারীরিক সংক্রমণের প্রতিফলন। অ্যালকোহল কখনও সংক্রমণ সারাতে পারে না।

78

উলটোদিকে, বিশেষজ্ঞরা বলছেন, সর্দি-জ্বর হলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে। সেসময় মদ্যপান করলে বিপদ আরও বাড়তে পারে। তাই, রাম বা ব্র্যান্ডি খাওয়া থেকে সাবধান থাকতে হবে। 

88

অ্যালকোহল নিজে জীবাণুনাশক হলেও, শরীরের ভেতরকার জীবাণু মেরে ফেলার কোনও ক্ষমতা এর নেই। ফলত, শীতকালে অল্প-বিস্তর মদ্যপান করে আনন্দ উপভোগ করতে চাইলেও এর দ্বারা অসুখ-বিসুখ সারানোর চেষ্টা না করাই বাঞ্ছনীয়।

Share this Photo Gallery
click me!
Recommended Photos