তাপমাত্রার পারদ চড়ছে হুহু করে, জানুন এই গরমে আপনার শরীর ঠিক কতটা তাপমাত্রা সহ্য করতে পারে

প্রবল গরম পড়েছে এবার। তাপমাত্রার পারদ কলকাতা - সহ দক্ষিণবঙ্গে প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সঙ্গে অসহ্য ঘাম আর অস্বস্তি। এই অবস্থায় জেনে নিন আপনার শরীর ঠিক কতটা গরম সহ্য করতে পারে।

 

Saborni Mitra | Published : Apr 28, 2024 11:13 AM IST
110
দেহের তাপমাত্র

মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনাইট। অর্থাৎ ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এর থেকে বেশি তাপমাত্রা মানেই অসুস্থতা।

210
জ্বর হলে তাপমাত্রা

৯৮ ডিগ্রির মার্ক ছাড়ালেই জ্বর হয়। চিকিৎসকদের কথায় সাধারণত মানুষের শরীরের তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারে।

310
প্রোটিন নষ্ট

চিকিৎসকদের কথায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হলে শরীরের প্রোটিন নষ্ট হয়ে যায়। মস্তিষ্কের ক্ষতি হতে পারে।

410
বাংলার উর্ধ্বগামী তাপমাত্রা

পশ্চিমবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ উর্ধ্বগামী। কলকাতার তাপমাত্রাই ৪১-৪২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। আগামী দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলেও পূর্বাভাস।

510
তাপমাত্রাই অসুস্থতার কারণ

তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে সঙ্গেই অসুস্থতার বাড়তে থাকে। হিটস্ট্রোক ও হার্টঅ্যাটাকের সংখ্যা বাড়ছে। পাশাপাশি ডিহাইড্রেশন, ডায়েরিয়া, মাইগ্রেনের মত সমস্যাও বাড়ছে।

610
রোদের কারণে ক্ষতি

প্রখর রোদ। তার কারণেই ক্ষতি হচ্ছে চোখের। সূর্যের অতিবেগুনি রশ্মি রেটিনা নষ্ট করছে। ক্ষতি হচ্ছে ত্বকের। ব়্যাশ, ঘামাচির মত সমস্যাও হচ্ছে।

710
তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে মে মাস পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার নামবে না। উল্টে তাপমাত্রার পারদ চড়বে। রাজ্যের কোনও কোনও এলাকার তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াতে পারে।

810
শরীরের সহ্য শক্তি

চিকিৎসকদের কথায় মানব শরীর ৪০-৫০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। অর্থাৎ ১০৪-১২২ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। তবে সেটাও নির্ভর করে শরীরের মেটাবলিক রেট, হার্টরেট ও ইমিউনিটির ওপর।

910
সহ্য শক্তি নেই

শিশু ও বয়স্কদের পক্ষে বা কোনও অসুস্থ মানুষের পক্ষে এই প্রখর তাপমাত্রা সহ্য করা সম্ভব নয়। প্রবল এই তাপমাত্রার কারণে তাদের নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হয়।

1010
তাপমাত্রা সহ্য করার শর্ত

১৯৮৫ সালের একটি গবেষণা অনুযায়ী বিশেষজ্ঞরা বলেছিলেন, মানুষের শরীর ৪০-৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। কিন্তু আর্দ্রতা । ৫০ শতাংশের নিচে থাকে তাহলে বেশি তাপমাত্রা সহ্য করা যায়। বেশি তাপমাত্রায় ঘাম হয় তার মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। তবে আর্দ্রতা যদি বেশি হয় তাহলে যেকোনও মানুষ অসুস্থ হয়ে যায়। মানুষ দুর্বল হয়, বমি বমি ভাব দেখা যায়। ডিহাইড্রেশন হয়। সোডিয়াম পটাসিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos