শরীরে কি আচমকা গজিয়ে উঠেছে আঁচিলের প্রাদুর্ভাব? ভয়াবহ ক্যান্সার সম্পর্কে সচেতন হোন আজই

হিউম্যান প্যাপিলোমাভাইরাস শরীরের মধ্যে জটিল সংক্রমণ ছড়ায়। একবার এই ভাইরাস শরীরে ঢুকে গেলে আচমকা অনেক জায়গায় আঁচিল দেখা দিতে পারে।

মানুষের হাতে, মুখে, গায়ে অথবা শরীরের অন্য যেকোনও জায়গায় আচমকাই গজিয়ে ওঠে আঁচিল। এই আঁচিল অতি সাধারণ ব্যাপার বটে, কিন্তু, এর থেকেই হতে পারে মারাত্মক বিপদের সূত্রপাত। সম্প্রতি এই বিষয়টি নিয়েই সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আঁচিল দেখতে অস্বাভাবিক রকমের হলেই সতর্ক হওয়া জরুরি। আঁচিল কখনও কখনও শরীর থেকে প্রবল রক্তপাতও ঘটিয়ে থাকে। 

পৃথিবী জুড়ে প্রত্যেক বছর প্রায় এক লক্ষ মানুষ ত্বকের ক্যানসারে আক্রান্ত হন। মেলানোমা নামক ত্বকের ক্যানসারে প্রতিবছরই প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয় বলে গবেষণায় দেখা গেছে।  এই ক্যান্সার হতে পারে আঁচিল থেকেই। 

ত্বকের কোনও জায়গায় কেটে গেলে সেই স্থান দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করে হিউম্যান প্যাপিলোমাভাইরাস।  শরীরের মধ্যে এটি সংক্রমণ ছড়ায়। একবার এই ভাইরাস শরীরে ঢুকে গেলে আচমকা অনেক জায়গায় আঁচিল দেখা দিতে পারে। আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত জিনিস যেমন তোয়ালে, সাবান, শেভিং কিট বা অন্তর্বাস ব্যবহার করলে ওই একই ভাইরাস অন্য ব্যক্তির দেহেও ঢুকে যায়। সাধারণ আঁচিলে বিশেষ কোনও ক্ষতি হয় না, তবে এই আঁচিলগুলো যদি শরীরে দেখা যায় এবং অনেক দিন ধরে টিকে থাকে, তাহলে তা ক্যান্সারের কারণও হতে পারে। এই ধরনের আঁচিলকে অবহেলা করা চলবে না। আঁচিল বাড়তে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

মনে রাখবেন, এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমাভাইরাস এবং শরীরের গোপনাঙ্গে আঁচিল হলে, সেটি কর্কট রোগের কারণ হতে পারে। পায়ুপথ, জরায়ু-মুখ অথবা গলায় হঠাৎ আঁচিল দেখা দিলে তা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এমন ঘটনা ঘটলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আঁচিল নিজে থেকেই পড়ে যায়। অথবা, চিকিৎসকের সাহায্যে তা তুলে ফেলা যায়। ভুল করেও কখনও আঁচিল নখ দিয়ে খুঁটবেন না, বা নিজে নিজেই তোলার চেষ্টা করবেন না। এতে আরও বিপদ বাড়তে পারে।

Share this article
click me!

Latest Videos

Hooghly-তে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে ED-র বড়সড় অভিযান! এলাকায় উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
‘Bangladesh Pakistan-এর মতো অন্ধকারে নেমে যাবে’ ঝাঁঝালো মন্তব্য BJP নেতা Samir Mondal-এর
সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das
এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
প্রস্তুত ভারতের হিন্দুরা! সোমবার বর্ডারে যা হবে, বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Bangla News