শীতের দিনে বারে বারে খাবার গরম করেন? কঠিন রোগ বাসা বাঁধছে শরীরে, রান্নার পর এই খাবার ভুলেও গরম করবেন না

শীতকালে বারবার খাবার গরম করে খেলে শরীরের ক্ষতি হতে পারে। ভাত, মুরগির মাংস, চা, আলুর তরকারি এবং পালং শাক বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ এতে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে।

শীতের দিনে ঠান্ডা খাবার কেউ খেতে চান না। এই সময় গরম খাবার খেলে আরাম লাগে। এদিকে সব সময় গরম খাবার রান্না করা সম্ভব হয় না। তাই বারে বারে খাবার গরম করে খান অনেকে। কিন্তু, তাতে ক্ষতি হচ্ছে শরীরের। জেনে নিন অজান্তে নিজের কী ক্ষতি করছেন। সময় থাকতে সতর্ক হন। এই কয়টি খাবার আর গরম করে খাবেন না।

ভাত

Latest Videos

বারে বারে ভাত গরম করে খাবেন না। ভাত রান্না করার সময় বেসিলস সিরিয়াস ব্যাকটেরিয়া তৈরি হয়। ব্যাকটেরিয়া চাল সেদ্ধ করে ভাত তৈরি হয়ে যাওয়ার পরও বেঁচে থাকে। ভাত ৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফের গরম করা হয়ে এই ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে যায়।

মুরগির মাংস

মুরগির মাংসও বারে বারে গরম করবেন না। এতে প্রচুর প্রোটিন থাকে। রান্নার পরে ফের তা গর করলে প্রোটিনের কম্পোজিশন বদলে যায়।

চা

চা গরম করে না খাওয়াই ভালো। চায়ের মধ্যের ট্যানিক অ্যাসিড থাকে। তৈরি করা চা ফের গরম করে চা খেলে লিভারের ক্ষতি হতে পারে।

আলুর তরকারি

আলুর তরকারি বারে বারে গরম করে খেলে পেট খারাপের সম্ভাবনা থাকে। এতে আলুর উপকার নষ্ট হয়ে যায়।

পালংশাক

পালংশাক গরম করে খেলে শরীরে কার্সিনোজেনিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায়। ফলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পায়। পালংশাকে উপস্থিত নাইট্রেট গরম করার পর নাইট্রাইটস-এ রূপান্তিরিত হয়ে যায়। আর এই উপাদানটি শরীরের পক্ষে ভালো নয়।

 

Share this article
click me!

Latest Videos

Rashifal Bangla : সোমবার কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল | Bangla News
বাংলাদেশ বানাবে? ফিরহাদের পর সিদ্দিকুল্লা! বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু | Suvendu Adhikari
তৃণমূল মানে কি? : শুভেন্দু | Suvendu Adhikari | Shorts | #shorts | #bjpnews | #banglanews
Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
এ কী ভয়ানক দৃশ্য! ঘর ভেঙে ঢুকে গেল আস্ত গাড়ি, আতঙ্কে South 24 Parganas-এর Basanti | South 24 Pargana