মুখের গন্ধে কারওর সামনে মুখ খুলতে লজ্জা পান, জেনে নিন সমস্যা থেকে বাঁচার উপায়

  • মুখের দুর্গন্ধ সত্য়িই বড় অস্বস্তিদায়ক
  • তাই এই সমস্য়াকে হালকাভাবে নেওয়া যায় না
  • তবে এর মোকাবিলা খুব একটা কঠিন নয়
  • কিছু পদ্ধতি মেনে চললেই এই সমস্য়া দূর করা যায়

মুখের দুর্গন্ধ মানেই সামাজিক বিড়ম্বনাআপনি হয়তো টেরই পেলেন না, আপনার সামনে বসতে গিয়ে লোকে সঙ্গে সঙ্গে উঠে পড়ছেকারণ যখন বুঝতে পারলেন, তখন খুব দেরি হয়ে গেল

যদিও মুখের দুর্গন্ধ খুবই সাধারণ একটি সমস্য়াঅনেকেরই থাকেকতগুলি বিষয় মাথায় রাখুন এক্ষেত্রে

Latest Videos

নিয়মিত জিভ পরিষ্কার রাখুন  দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করুন বড় এলাচ এখন আর সেভাবে পাওয়া যায় না তাই ছোট এলাচ মুখে রাখুন মৌরি চিবিয়ে খেতে পারেন পুদিনা পাতাও ভাল কাজ দেয় চাইলে লবঙ্গ খেতে পারেন লেমন অয়েল মাউথ ওয়াশ হিসেবে ব্য়বহার করতে পারেন এককাপ ঈষদষ্ণু জলে দু-চামচ লেবুর রস মিশিয়ে খেতে পারেন দুধ চা নয়, বরং লিকার চা বা ব্ল্য়াক টি আর গ্রিন-টি মুখের দুর্গন্ধ দূর করে

তবে এসবের পরও যদি মুখের দুর্গন্ধ থেকে যায়, তাহলে কিন্তু বিষয়টা ভাবনার তখন আর বাইরে থেকে নয় বরং ভেতর থেকে চিকিৎসার ব্য়বস্থা করতে হবে বলে রাখা ভাল, দাঁত বা মাড়ির সমস্য়াতেও কিন্তু মুখে দুর্গন্ধ হয় সেক্ষেত্রে একজন দাঁতের ডাক্তারকে দেখিয়ে নিন আর তাতেও যদি কাজ নয়, তাহলে একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়ে নিন হতে পারে লিভারের সমস্য়া থেকে আপনার মুখে দুর্গন্ধ হচ্ছে সেক্ষেত্রে যথাযথ চিকিৎসা দরকার  আর সেইসঙ্গে দরকার কিছু খাওয়া দাওয়ার ওপর বিধিনিষেধ জারি করা

তবে দেখা গিয়েছে, দিনে ভাল করে দুবার ব্রাশ করে, মুখে এলাচ বা মৌরিজাতীয় কিছু একটা রেখে অনেকেই সুফল পেয়েছেনতাই, মুখে দুর্গন্ধ নিয়ে অহেতুক বেশি চিন্তা করতে হবে না।  ওপরের টোটকাগুলো দিয়ে চালিয়ে দেখুনতাতে না-হলে ডাক্তার দেখিয়ে নিনব্য়স

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News