তিনি ছোট থেকেই অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধির জন্য উপবাস, সহিষ্ণুতা ইত্যাদি বিষয় শিক্ষা পেয়েছিলেন। সেই শিক্ষারই প্রসার লাভ করাতে চেয়েছেন তিনি। বার্তা। আজ তাঁর জন্মদিনে রইল তাঁরই কিছু উক্তি।
আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গান্ধি জয়ন্তী। স্বনামধন্য ব্যক্তি থেকে সাধারণ মানুষ সকলেই নিজের মতো করে শ্রদ্ধা জানাচ্ছেন গান্ধিজীকে। ১৮৬৯ সালে ২ অক্টোবর পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান। মা পুতলিবা করমচাঁদের চতুর্থ স্ত্রী ছিলেন। গুজরাতের জৈন প্রভাবিত পরিবেশে বড় হওয়ার কারণে তিনি ছোট থেকেই অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধির জন্য উপবাস, সহিষ্ণুতা ইত্যাদি বিষয় শিক্ষা পেয়েছিলেন। সেই শিক্ষারই প্রসার লাভ করাতে চেয়েছেন তিনি।
মাত্র ১৩ বছর বয়সে বাবা-মায়ের পছন্দের কাস্তুবাই-কে বিয়ে করেন তিনি। তাদের চাপ পুত্র ছিল। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল। সারা জীবন দেশের জন্য তিনি কঠিন লড়াই লড়ে গিয়েছেন। প্রচার করেছেন অহিংসার বার্তা। আজ তাঁর জন্মদিনে রইল তাঁরই কিছু উক্তি।
একজন মানুষ তার চিন্তার ফসল। সে যা মনে করে সে তাই হয়ে ওঠে।
যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ, যতই বাধা বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভালো মানুষের জয় হবেই হবে।
একজন মানুষের জীবন কতটা সুন্দর হবে তা নির্ভর করে তার মানসিকতার ওপর। তাই কোনও মানুষকে যদি ভিতর থেকে চিনতে চান, তাহলে তাঁর মানসিকতা কেমন, তা জানার চেষ্টা করুন।
এমন হতে পারে যে আপনি জানতে পারলেন না আপনার কর্মের ফলাফল কি হল। কিন্তু, আপনি যদি কিছু না করেন, তার ফলাফলই উৎপন্ন হবে না।
নোংরা পায়ে ঘরের ভিতরে আসা যেমন ঠিক নয়, তেমনই নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়।
আমার অনুমতি ছাড়া আজ পর্যন্ত কেউ আমাকে মানসিকভাবে আঘাত করতে পারেনি।
অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন। দুঃখ ধারে ঘেঁষবে না।
সততা, নম্রতা ও সাহস, প্রতিটি মানুষের মধ্যে এই তিনচি গুণ থাকা উচিত।
হিংসা গড়তে জানে না। সে শুধু ধ্বংস করে।
সে সত্যের নম্রতার ছোঁটা নেই। সেই সত্য অহংকারীর ক্যারিকেচার ছাড়া আর কিছুই নয়।
আমি যেমন, ঠিক সেভাবেই নিজেকে মেলে ধরা হল আসল স্বাধীনতা।
বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। জননেতা হতে গেলে মানুষের সঙ্গে মিশতে হয়, তাদের একজন হয়ে উঠতে হয়।
আরও পড়ুন- জেনে নিন শিক্ষক দিবসের অবশ্য স্মরণীয় কিছু উক্তি, যা বদলে দিতে পারে আপনার চিন্তাভাবনার পথ
আরও পড়ুন- মাদার টেরেসার জন্মদিনে রইল তাঁর ৩০টি অনুপ্রেরণামূলক উক্তি, দেখে নিন এক ঝলকে
আরও পড়ুন- হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বারাসতে আক্রান্তের সংখ্যা ছুঁল ৮