ত্বকে মাঝে মধ্যেই বরফ লাগান? নিজের অজান্তে কতটা ভুল করছেন, জানলে চমকে যাবেন

Published : Jul 14, 2024, 11:21 PM IST
ICE facial side effects

সংক্ষিপ্ত

ত্বকে মাঝে মধ্যেই বরফ লাগান? নিজের অজান্তে কতটা ভুল করছেন, জানলে চমকে যাবেন

মুখে বরফ লাগানোকে বলা হয় 'ফেসিয়াল আইসিং'। ত্বকে ঘন ঘন আইসিং করলে ত্বকের ক্ষতি হতে পারে। তবে আইসিং এর কিছু ক্ষতিকারক প্রভাবও রয়েছে , আসুন জেনে নেওয়া যাক মুখের আইসিং এর অসুবিধাগুলি কী কী  ...

মুখের আইসিংয়ের পার্শ্ব প্রতিক্রিয়া

এটি ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। যাদের ত্বক খুব সংবেদনশীল তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক স্কিন আইসিং।

আইস ফেসিয়ালে কিউব সরাসরি মুখে ঘষলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। তাই তুলা বা রুমালে আইস কিউব রেখে মুখে ম্যাসাজ করতে হবে।

আইস ফেসিয়াল ব্যাকটিরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মুখ না ধুয়ে আইস ফেসিয়াল করা শুরু করলে ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে। নোংরা মুখে বরফ লাগালে ত্বকের লোমকূপে ব্যাকটেরিয়া আটকে যায়।

সংবেদনশীল ত্বকের জন্য আইস ফেসিয়াল ভাল নয় । এতে করে মুখের জ্বালাপোড়া অনুভূত হতে পারে। এছাড়াও, মুখের রং-ও বদলে যতে পারে।

PREV
click me!

Recommended Stories

সাদা জামা যত্ন করে সাদা ও উজ্জল রাখার কিছু উপায় জানুন, রইল সহজ কিছু টিপস
২০২৫-এর ঘর সাজানোর এই কয়টি ট্রেন্ড সব থেকে বেশি নজর কেড়েছে, জেনে নিন কী কী