লবঙ্গ…
শুধু জল দিয়ে ঘর মোছা সঠিক পরিষ্কার করে না। এর জন্য, আপনাকে তেলাপোকার জন্য বিষাক্ত কিছু জিনিস জলে মিশিয়ে দিতে হবে। উদাহরণস্বরূপ, তারা লবঙ্গের গন্ধ পছন্দ করে না।এর জন্য প্রথমে একটা লবঙ্গ ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে।
এখন এই গুঁড়ো এক গ্লাস জলে দিয়ে ভালো করে ফুটাতে হবে।
এরপর, এই জল মোছার বালতিতে ঢেলে দিলেই হবে। লবঙ্গের গন্ধ খুব তীব্র। জলে ফোটালে এর গন্ধ ভালো করে মিশে যায়। লবঙ্গ তেলাপোকা দূর করতে সাহায্য করে। আপনার রান্নাঘরে বা আলমারিতে তেলাপোকা থাকলে, তাহলে লবঙ্গের গুঁড়ো কাগজে রেখে এক কোণায় রেখে দিন। এটি তেলাপোকা দূরে রাখবে।