চা, কফির জন্য দুধ ফোটানো নিত্যদিনের একটি অভ্যাস হলেও ছোট্ট একটি অসাবধানতার কারণে দুধ ফুটে যাওয়া রোধ করা সম্ভব হয় না। মাঝে মাঝে এমনটা হলে ক্ষতি নেই। কিন্তু যখন প্রায়ই দুধ ফুটে যায় তখন তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। দুধ ফুটে উপচে পড়া রোধ করার জন্য কয়েকটি টিপস নিয়ে আলোচনা করা হলো এই নিবন্ধে।
বড় পাত্রে দুধ ফোটাতে শুরু করুন। অনেকেই ছোট পাত্রে দুধ ফোটানো অভ্যাস করেন। এর ফলে দুধ ফুটে গেলে তা চুলায় উপচে পড়ার সম্ভাবনা থাকে। এর ফলে দুধ নষ্ট হওয়ার পাশাপাশি চুলাও নোংরা হয়ে যায়। তাই দুধ ফোটানোর সময় সবসময় বড় পাত্র ব্যবহার করার চেষ্টা করুন। এতে দুধ ফুটন্ত অবস্থায় প্রসারিত হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা পায়। ফলে দুধ ফুটে উপচে পড়ার সম্ভাবনা কমে যায়।