জেনে নিন কেন পালিত হয় বিশ্ব ব্রেল দিবস, দেখে নিন নেপথ্যের কাহিনি, রইল দিনটি তাৎপর্য

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৮ সালে নভেম্বর মাসে দিনটি নির্দিষ্ট করা হয়। ৪ জানুয়ারি দিনটি বিশ্ব ব্রেল দিবস হিসেবে নির্দিষ্ট করা হয়।

পালিত হচ্ছে বিশ্ব ব্রেল দিবস। ব্রেলের উদ্ভাবক লুই ব্রেলকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। তাঁর জন্মদিনকে স্মরণ করতে ৪ জানুয়ারি পালিত হয় বিশ্ব ব্রেল দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৮ সালে নভেম্বর মাসে দিনটি নির্দিষ্ট করা হয়। তার পরের বছর থেকে পালিত হচ্ছে দিনটি। ৪ জানুয়ারি দিনটি বিশ্ব ব্রেল দিবস হিসেবে নির্দিষ্ট করা হয়।

লুই ব্রেল একজন ফরাসী আবিষ্কারক ও শিক্ষক। ফ্রান্সের তাঁর জন্ম হয়। তিনি ২০ বছর বয়সে অন্ধ ব্যক্তিদেরকে শিক্ষা দিতে অগ্রসর হন। তিনি অন্ধ ও দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন। এর দ্বারা স্পর্শ করে বিশ্বের লক্ষ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তি শিক্ষা গ্রহণ করে চলেছেন। এই দিনটিক তাৎপর্য রয়েছে বিস্তর। ব্রেল যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।

Latest Videos

লুই ব্রেল একজন চামড়া ব্যবসায়ীর পরিবারে জন্মগ্রহণ করেন। চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তিন বয় বয়সে তিনি অন্ধ হয়ে যান। আকস্মিকভাব তার চোখে সুঁচ গেঁথে গিয়েছিল। তারপর তিনি অন্ধ হয়ে যান। তিনি দশ বছর বয়সে অন্ধদের উপযোগী রাজকীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন। পরবর্তী কালে তিনি অন্ধ ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেন। তা ব্রেল নামে পরিচিত।

বর্তমানে অডিও বুক আছে। স্ক্রিন রিডিং সফটওয়্যার আছে। এই সকল আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ব্রেন পদ্ধতির গুরুত্ব আরও একই রয়েছে। দৃষ্টিহীন শিক্ষক, শিক্ষার্ছী, ব্রেল বিশেষজ্ঞ- সকলের মতে, ব্রেল পদ্ধতির বিকল্প আজও নেই। ব্রেল একটি স্ক্রিপ্ট। যা স্পর্শ করে দৃষ্টিহীনরা পড়াশোনা করে থাকেন।

দৃষ্টিহীনরা শিক্ষাগ্রহণ ছাড়া এক বিশেষ কারণে ব্রেল ব্যবহৃত হয়েছিল। ফরাসি সেনাবাহিনী দ্বারা ১৮১৯ সালে ব্যবহৃত হয়েছিল ব্রেল। মোমবাতি ব্যবহার না করে রাতে যোগোযোগের জন্য সেনারা ব্রেল ব্যবহার করতেন। ব্রেল একটি বর্ণমালা। যা প্রায় সব ভাষাতেই লেখা যেতে পারে। আরবি, চীনা, হিব্রু, স্প্যাশিন সহ নানান ভাষাতে ব্রেল রচিত হয়েছে। আজ এই বিশেষ দিনে ব্রেল-র আবিষ্কারক লুই ব্রেলকে সম্মান জানানো হয়।

বিশ্ব ব্রেল দিবস প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, চোখের রোগ প্রতিরোধ, সনাক্তকরণ ও চিকিৎসা বিষয় সতর্ক করার বার্তা প্রদান করা হয়। দৃষ্টিহীনরা প্রতিদিন যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন তার কথা তুলে ধরে হয় এই বিশেষ দিনে। সব মিলিয়ে একাধিক কারণে পালিত হয় বিশ্ব ব্রেল দিবস।

 

আরও পড়ুন-

শীতের মরশুমে দিন শুরু করুন ভেষজ চা দিয়ে, মিলবে এই পাঁচ উপকার, দেখে নিন এক ঝলকে

ভিটামিন ই থেকে আয়রন- মেয়েরা এই চার পুষ্টি উপাদান রাখুন খাদ্যতালিকাতে, দ্রুত মিলবে উপকার

এই কয় উপায় ব্রেকফাস্টে যোগ করুন কুমড়োর বীজ, দ্রুত মিলবে উপকার, দেখে নিন এক ঝলকে

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury