অনেকেই মনে করেন এসি আর ফ্যান দুটোই একসঙ্গে চালালে বিদ্যুতের বিল বেশি আসে। অনেকে আবার মনে করেন বিদ্যুৎ কম পুড়বে।
প্রখর গরম। ফ্যানতে কাজ হচ্ছেই না। সঙ্গে দিনের অধিকাংশ সময়ই চালাতে হচ্ছে এয়ার কন্ডিশানার। দুপুর বেলা তো অবশ্যই দুটোই চালাতে হয়। রাতের বেলাও অসহ্য গরম। তাই এসির সঙ্গে ফ্যানও চালাতে হয়। এই অবস্থায় বিদ্যুতের বিল কেমন আসবে - তাই নিয়ে অনেকেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। কারণ এই গরমকালে প্রবল গরম, তাপপ্রবাহ চলছে। তাপমাত্রার পারদ চড়ছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার করে গেছে। জেনেনিন এসি আর ফ্যান - দুটোই একসঙ্গে চালালে বিদ্যুতের বিল কেমন আসবে।
অনেকেই মনে করেন এসি আর ফ্যান দুটোই একসঙ্গে চালালে বিদ্যুতের বিল বেশি আসে। অনেকে আবার মনে করেন বিদ্যুৎ কম পুড়বে। তবে আসল সত্যটা হল এসি আর সিলিং ফ্যান একসঙ্গে না চালানোই ভাল। তাতেই বিদ্যুৎ সাশ্রয় হয়।
বিশেষজ্ঞদের কথায় সিলিং ফ্যান ছাদের গরম নামিয়ে আনে। ঘরকে আরও উত্তপ্ত করে দেয়। তাই ফ্যান চালালে এসির ঘর ঠান্ডা করতে অনেক বেশি সময় লাগে। তাই সিলিং ফ্যান বন্ধ রেখে জোরে এসি চালালে দ্রুত ঘর ঠান্ডা হয়। প্রয়োজনে পরে এসি কিছু সময়ের জন্য আপনি বন্ধও রাখতে পারে।
বিদ্যুতের খরচ বাঁচাতে এসির তাপমাচ্র ২৪-২৬ এর মধ্যে সেট করতে পারেন। যদি সঙ্গে ফ্য়ান চালাতেই হয় তাহলে স্পি় কম রাখুন। সাধারণত এসি টানা ৬ ঘণ্টা চললে ১২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। কিন্তু এসির সঙ্গে ফ্যান চালানে আরও বাড়তে ৬ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তাই দুটো একসঙ্গে চালালে বিদ্যুতের খরচ বাঁচানো খুব সমস্যার হয়। যে কোনও একটি চালালে বিদ্যুতের বিল কম আসবে।