জাম গাছের ডাল রেখে দিন ছাদে রাখা জলের ট্যাঙ্কে। প্রাচীনকালে কুয়ো খনেন পর জলের মধ্যে ফেলে রাখা হল জম গাছের পাতা সমতে ডালের টুকরো।
জলের ট্যাঙ্ক পরিষ্কার করার ঝক্কি অনেক। মাঝে মাঝেই শ্যাওলা পড়ে। জমে যায় আয়রন। তাতে জল খারাপ হয়ে যায়। ব্যবহারের অযোগ্য হয়ে যায়। কিন্তু এই জলের ট্যাঙ্ক পরিষ্কার করার একটি সহজ উপায় হল একটি গাছের ডাল পাতা সমেত জলের ট্য়াঙ্কে ফেলে রেখে দিলেই কেল্লাফতে। মাসের পর মাস জলের ট্যাঙ্ক পরিষ্কার থাকবে।
জাম গাছের ডাল রেখে দিন ছাদে রাখা জলের ট্যাঙ্কে। প্রাচীনকালে কুয়ো খনেন পর জলের মধ্যে ফেলে রাখা হল জম গাছের পাতা সমতে ডালের টুকরো। প্রাচীনকালের বিশ্বাস তাতে জল পরিষ্কার থাকে। জলের আধারও পরিষ্কার থাকে। জামের যেমন গুণ রয়েছে তেমনই গুণ রয়েছে জামের পাতারও। তাই জল পরিষ্কার রাখতে পারে।
জামের পাতায় রয়েছে প্রচুর ভিটামিন সি, আয়রন। এটি শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। পেটের সমস্য দূর করে। আর্থ্রারাইটিস ও হজমের সমস্যা সমাধান করতে পারে।
জাম গাছের এক টুকরো ডাল বাড়িতে নিয়ে আসুন। তারপর সেটি ভাল করে ধুয়ে পরিষ্কার করুন। তারপরই সেটি রেখে দিন জলের ট্যাঙ্কে। তাতে দীর্ঘদিন জল ভাল থাকে বলে বিশ্বাস করা হয়। অনেকেই বিশ্বাস করেন জাম গাছের ডাল জলের ট্যাঙ্কা রাখতে টিডিএস ব্যালান্সে ঠিক থাকে। এটি ট্যাঙ্কের গায়ে শ্যাওলা ধরে না।
বিশেষ দ্রব্যষ্টঃ ট্যাঙ্কে জাম গাছের ডাল রাখার আগে অবশ্যই কোনও আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নিন।