'টাটা' একটা গালাগালি! কেন বিদায় বেলায় এই শব্দ ব্যবহার করা হয় জানেন? এর ইতিহাস জানেন না অনেকেই
কাউকে বিদায় জানানোর সময়ে সবার আগে আমরা যে শব্দ বলে উঠি, তা হল ‘টাটা’। কিন্তু কেন ব্যবহার করা হয় এই শব্দ 'টাটা'? এর অর্থই বা কী? কেন কেউ কোথাও গেলে তাকে বিদায় জানাতে আমরা টাটা ছাড়া অন্য কোনও কথা বলি না।
আসুন জেনে নেওয়া যাক এই শব্দের কিছু অজানা রহস্য-
শিশুরাও সবার আগে 'টাটা' বলতে শেখে। ছোট হোক বা বড় কেউ সবার জন্যই একই শব্দ ব্যবহার করা হয়। কীভাবে উৎপত্তি হল এই শব্দটির? আসুন জেনে নেওয়া যাক-
টাটা শব্দের ব্যবহার অজানা অনেকের কাছেই। এই শব্দের আসল উৎপত্তি সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানা নেই। আসুন জেনে নেওয়া যাক ঠিক কোথা থেকে এসেছে এই শব্দটি-
‘Quora’-র এক ইউজার এ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে এর সৃষ্টি প্রসঙ্গে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে-
এক ইউজার জানিয়েছেন লোকমুখেই এই শব্দের প্রচলন। ‘tata’ শব্দের তেমন কোনও অর্থ নেই। আদপেও এটি কোনও শব্দ নয় বরং এটি একটি অপবাদ। Tata শব্দটি কোনও আঞ্চলিক ভাষা থেকে উদ্ভব হতে পারে।
এমনকী ব্রিটিশ মহিলারা ভারতীয় মহিলা ও তাদের সন্তানদের ডাকার জন্য 'টাটা' শব্দের ব্যবহার করতেন বলেও জানা গিয়েছে তবে এই তথ্য একেবারেই নিশ্চিত নয়। তবে ব্রিটিশ আমলেও এই শব্দের প্রচলন ছিল বলে জানা গিয়েছে।
আবার বেশ কিছু ব্যবহারকারী জানিয়েছেন যে টাটা শব্দটির উৎপত্তি উর্দু ভাষা থেকে। এর অর্থ হল 'আবার দেখা হবে' বা 'বিদায়'। ১৮২৩ সাল নাগাদ ইংরেজিতে এই শব্দটি প্রথম ব্যবহৃত হয়। ১৮৮৯ সালে নিউইয়র্ক টাইমস এটি একটি ফেয়ারফেইল শব্দ হিসাবে মনোনিত করেন।
পরবর্তীতে ১৯৪০ সাল নাগাদ বেশ জনপ্রিয়তা পায় এই শব্দটি। তখন TTFN নামে একটি সংক্ষিপ্ত শব্দের জন্য TaTa শব্দটি ব্যবহৃত হত। এর পূর্ণরূপ হল TaTa for Now, সেই সময়ের রেডিও অনুষ্ঠানে এই শব্দটি ব্যবহৃত হত বলে জানা গিয়েছে।