বাচ্চাদের স্কুল পোশাক কখনোই অন্য কাপড়ের সাথে ভিজিয়ে রাখবেন না। এছাড়াও অন্য কাপড়ের সাথে বাচ্চাদের পোশাক ওয়াশিং মেশিনেও দেবেন না। কারণ, অন্য কাপড়ের জীবাণু বাচ্চাদের পোশাকে ছড়িয়ে যেতে পারে। তাই বাচ্চাদের পোশাক আলাদা করে ধোয়া উচিত।
ভালো করে শুকিয়ে নিন
স্কুল পোশাক, মোজা ভালো করে শুকিয়ে নিন। ভেজা অবস্থায় কখনোই ভাঁজ করে রাখবেন না। কারণ, সামান্য আর্দ্রতাও জীবাণু জন্মাতে সাহায্য করে। তাই রোদে ভালো করে শুকিয়ে নিন।