হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম হল রাখি বন্ধন উৎসব। চলতি বছরের ১১ আগস্ট বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব পালন করা হবে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই এই রাখি বন্ধন উৎসব পালিত হয় । এই দিন সূর্যোদয়ের সঙ্গে চতুর্দশী তিথিতে ১০ টা ৫৮ মিনিট থেকে পূর্ণিমা শুরু হবে। ভাদ্র পূর্ণিমা তিথি শুরু হবে রাত ৮ টা ৫৫ মিনিটে। ভাইকে রাখি পড়ানোর শুভ সময় হল ১১ আগস্ট সকাল ১০ টা ৫৮ মিনিট থেকে ১২ আগস্ট সকাল ৭ টা ৫ মিনিট পর্যন্ত। সারা দেশজুড়ে মহা সমারোহে এই রাখি বন্ধন উৎসব পালিত হয়।
হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম হল রাখি বন্ধন উৎসব। চলতি বছরের ১১ আগস্ট বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব পালন করা হবে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই এই রাখি বন্ধন উৎসব পালিত হয় । এই দিন সূর্যোদয়ের সঙ্গে চতুর্দশী তিথিতে ১০ টা ৫৮ মিনিট থেকে পূর্ণিমা শুরু হবে। ভাদ্র পূর্ণিমা তিথি শুরু হবে রাত ৮ টা ৫৫ মিনিটে। ভাইকে রাখি পড়ানোর শুভ সময় হল ১১ আগস্ট সকাল ১০ টা ৫৮ মিনিট থেকে ১২ আগস্ট সকাল ৭ টা ৫ মিনিট পর্যন্ত। সারা দেশজুড়ে মহা সমারোহে এই রাখি বন্ধন উৎসব পালিত হয়।
দিদিরা ভাইয়ের সুরক্ষার জন্য রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোন হয়, যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের রাখি বাঁধা যায়। তবে রাখি বাঁধলেই হল না দিনক্ষণ দেখে রাখি পড়ানো শুভ বলে মানা হয়। রাখি পূর্ণিমার দিন পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনে কাজ করলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি হবে। রাখি পূর্ণিমার দিন যে রাখি আনা হয়, তা অবশ্যই বেশ খানিকক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তারপর ভাইয়ের হাতে বাঁধা হয়।পবিত্র তিথিতে রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে। এছাড়াও এই শুভক্ষণে রাখি পরানোর সময় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। মন্ত্র– যেন বন্ধো বলীরাজা দানবেন্দ্রো মহাবলঃ। তেন ত্বাং প্রতিবন্ধামি রক্ষো মা চল মা চল।।
রাখি পরানোর সময় খেয়াল রাখবেন মঙ্গল থালায় যেন, জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন অবশ্যই রাখতে হবে। রাখির এই শুভ উৎসবে কোনও ভাবেই যেন কালো কোনও জিনিস উপহার দেবেন না। এবং রাখি পরানোর পর কোনও রকম নোনতা খাবার নয়, যতটা সম্ভব মিষ্টি খাবার খাওয়ানোটাই শুভ বলে মানা হয়। রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবং এই বছর ভাদ্র দশা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে উপস্থিতিতে। এই বছর রাখি পূর্ণিমার দিন থাকবে রাজযোগ। এই বছর রাখিতে ভাদ্রের কোনও ছায়া থাকবে না, যার কারণে বোনেরা সারা দিন ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারবেন বোনেরা। বৃহস্পতি ও চন্দ্রের মিলনের ফলে রাখি বন্ধনের দিন গজকেশরী যোগ গঠিত হবে। এই যোগে অর্থ, সম্পত্তি, বাড়ি, গাড়ির প্রাপ্তি হয়। এবং সমাজে রাজকীয় সুখ ও সম্মান বয়ে আনে।