টিবি হয়েছে বুঝবেন কোন উপসর্গ দেখে, চিকিৎসকরা কী বলছেন

এই রোগে উপসর্গগুলি প্রাথমিক ভাবে সাধারণমনে হলেও পরে এগুলি মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই আগে থেকে জেনে সাবধান হোন।

swaralipi dasgupta | Published : Apr 22, 2019 8:20 AM IST

আগে যক্ষ্মা বা টিবি-র নাম শুনলেই এলাক জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ত সেই ‌টিবি রোগীর ত্রিসীমানায় আসতো না চার পাশের মানুষ। কিন্তু এখন চিকিৎসা অনেকটাই উন্নত হয়েছে। টিবি এখন চিকিৎসার মাধ্যমে সহজেই সারিয়ে ফেলা যায়।

তবে এই রোগ সারিয়ে ফেলা গেলেও, আতঙ্ক সেভাবে কমেনি। কিন্ত কিছু উপসর্গ রয়েছে যার মাধ্যমে টিবি হয়েছে কিনা। টিবি বা যক্ষ্মা সাধারণত আর্থিক ভাবে পিছিয়ে পড়া দেশের মানুষের মধ্যে দেখা যায়। তাই চিকিৎসায় এই রোগ সারানো গেলেও, এই রোগে আক্রান্তের সংখ্যা যে কমে গিয়েছে, তা কিন্তু নয়। তাই আগে থেকেই সচেতন হওয়া জরুরি। এই রোগে উপসর্গগুলি প্রাথমিক ভাবে সাধারণমনে হলেও পরে এগুলি মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই আগে থেকে জেনে সাবধান হোন।

 

 

তবে টিবি এড়িয়ে চলতে গেলে যেটা সবচেয়ে বেশি জরুরি, তা হল সচেতনতা চিকিৎসকরা বলছেন,

Share this article
click me!