Parenting Tips: ভবিষ্যত গড়তে নতুন ভাষার শিক্ষা দিন, জেনে নিন বাচ্চাকে একাধিক ভাষা কেন শেখাবেন

বাচ্চার (Kids) সঠিক ভবিষ্যত গড়তে নতুন ভাষার (Language) শিক্ষা দিন। স্কুলের পড়ার বাইরে নতুন কিছু শেখান। জেনে নিন, বাচ্চাকে কেন একাধিক বিষয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন।

বাচ্চার সঠিক ভবিষ্যত গড়তে মরিয়া মা-বাবারা। এমন বহু অভিভাবক আছেন, যাদের জীবনে একমাত্র গুরুত্ব পায় বাচ্চার পড়াশোনা (Education)। কিন্তু, বাচ্চার সঠিক ভবিষ্যত গড়তে শুধু পাঠ্যবইয়ের পড়া নয়, শিক্ষা দিন বাড়তি কিছু। স্কুলের পড়ার বাইরে একাধিক ভাষার শিক্ষা দিন। দেখবেন বাচ্চার মানসিক বিকাশ (Mental Development) ঘটবে। জেনে নিন, বাচ্চাকে কেন একাধিক বিষয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন।   

জ্ঞান বাড়াবে- বিভিন্ন ভাষার শিক্ষা দিলে বাচ্চার জ্ঞান (Knowledge) বৃদ্ধি হবে। তাই বাচ্চাকে বাংলা, ইংরেজি, হিন্দির বাইরে অন্তত একটা ভাষার শিক্ষা দিন। দেখবেন, তার জ্ঞান বৃদ্ধি হচ্ছে। নতুন নতুন শব্দ শিখলে তার পড়াশোনাও উন্নতি হবে। এমনকী, চাকরিক্ষেত্রেও (Job) নতুন দিশা খুলে দিতে পারে এই নতুন ভাষার শিক্ষা। বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। চাইলে অনলাইনেও শেখাতে বাচ্চাকে এধরনের কোর্স ভর্তি করতে পারেন। তবে, শুধু শিখলেই হল না, তা চর্চা করাও প্রয়োজন। 

Latest Videos

মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে- বাচ্চার মস্তিষ্কের বিকাশ (Mental Development) ঘটাতে চাইলে নতুন ভাষার শিক্ষা দিন। এমন কোনও ভাষা শেখান, যাতে তার আগ্রহ আছে। এতে মস্তিষ্ক সজাগ হবে। যত নতুন নতুন জিনিস শিখবে, তত তার বুদ্ধির বিকাশ ঘটবে। গবেষণায় (Research) জানা গিয়েছে, নতুন ভাষা মানুষের একগ্রতা, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। তবে, শুধু বাচ্চারা নয়। যে কোনও বয়সেই শিখতে পারেন নতুন ভাষা। কোনও ভাষার প্রতি আগ্রহ থাকলে, তা শিখতেই পারেন।   

আরও পড়ুন: Parenting Tips: বাচ্চাকে মানসিক চাপ ও নেতিবাচক ভাবনা-চিন্তার সঙ্গে লড়তে সাহায্য করুন, জেনে নিন কীভাবে

আরও পড়ুন: COVID 19: করোনার চতুর্থ তরঙ্গে টার্গেট কি শিশুরা, আশঙ্কার কথা শোনালেন দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞরা

অন্য সংস্কৃতির সম্পর্কে ধারণা- নতুন কোনও ভাষা শিখলে সেই সংস্কৃতির সম্পর্কে ধারণা তৈরি হবে। এতে তার জ্ঞান বাড়বে। সে দেখের মানুষ, তাদের জীবনযাত্রা (Lifestyle) সম্পর্কে জানার ইচ্ছে তৈরি হবে। তাই অন্য সংস্কৃতির সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হলে নতুন ভাষা শেখান। 

সামাজিক জীবন ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে- আমরা যত নতুন ভাষা শিখব, তত ভাষাগুলোর মধ্যে অনুবাদের সেতুবন্ধন তৈরি করব। সেই ভাষী মানুষের সঙ্গে কথা বলব। এতে মানুষে মানুষে যোগাযোগ (Contact) বৃদ্ধি হবে। বাচ্চার সামাজিক জীবন উন্নত করতে তাকে নতুন ভাষার শিক্ষা দিন। এর সঙ্গে গড়ে উঠবে আর আত্মবিশ্বাস। যত লোকের সঙ্গে মিশবে, তত আত্মবিশ্বাস (Confident) বৃদ্ধি পাবে। তাই বাচ্চাকে পড়ার বাইরে শিক্ষা দিন। এতে বাচ্চার ভবিষ্যত উন্নত হবে। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today