আদর্শ সামি, তাঁর পরামর্শেই গোলাপি বল হাতে মাঠে নামবেন বাংলাদেশ পেসার আবু জায়েদ

  • ভারতীয় পেসার সামির থেকে পরামর্শ নিলেন জায়েদ
  • সামির পরামর্শে পিঙ্ক বল টেস্ট খেলতে নামবেন বাংলাদেশ পেসার
  • সামিকে আদর্শ করেই এগিয়ে যেতে চান আবু জায়েদ
  • প্রথম টেস্টে ভালো বোলিং করার পর কলকাতায় মাঠ দাপাতে চাইছেন আবু
     
Anirban Sinha Roy | Published : Nov 18, 2019 10:12 AM IST

পিঙ্ক বল টেস্ট ক্রিকেটের স্বাদ আগে পাননি ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা। লাল বল ও সাদা বলের থেকে বেশ কিছুটা আলাদা রকমের কাঠামোতে তৈরি হয় গোলাপি বল। বিভিন্ন দেশে কোকাবুরা ও ডিউক বলে খেলা হলেও, এবার ভারতে ভারত-বাংলাদেশ ম্যাচ হতে চলেছে এসজি বলে। আর সেই বল মাঠে কেমন ব্যাবহার করবে ক্রিকেটারদের সঙ্গে সেটাও এখন দেখার। আর সেই কারণে এবার মহম্মদ সামির থেকে টিপস নিলেন বাংলাদেশের পেসার আবু জায়েদ। ভারতীয় ক্রিকেটার হিসাবে পিঙ্ক বলে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা অনেকের থাকলেও, গোলাপি বলে ছাপ ফেলেছেন মহম্মদ সামি। সিএবির ঘরোয়া ক্রিকেটের ফাইনাল ইডেনে গোলাপি বলে খেলেছিলেন সামি। আর সেই সামির অভিজ্ঞতা অনুসারে তাঁর থেকেই এবার ভারত বাংলাদেশ ম্যাচের আগে টিপস নিলেন আবু।

আরও পড়ুন, ইডেন মাতাবে টিঙ্কু-পিঙ্কু, গঙ্গা থেকে ময়দান শহরে শুরু গোলাপি বিপ্লব

Latest Videos

দুই দলের কাছেই এই বল নতুন। তবে প্রস্তুত কারকদের অনুযায়ী এই বলে পেসারদের ও বোলারদেরই বেশি সুবিধা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে এই বলে সুইং সব থেকে বেশিক্ষণ ধরেই হবে বলে বলেছেন অভিজ্ঞ সম্পন্ন ক্রিকেটাররা। তাই সেই নিয়ে মহম্মদ সামির সঙ্গে কথা বলেই প্রস্তুতি সারছেন আবু।  আইসিসিকে দেওয়া একটি সাক্ষাতকারে আবু গোলাপি বলের টেস্ট নিয়ে বলেন, সামি ভাইয়ের সঙ্গে আমি সবার আগে পিঙ্ক বল টেস্ট নিয়ে কথা বলেছি। আমার আর সামির মধ্যে বেশ কিছু মিল পেয়েছি। আমরা দুজনেই সিমের ওপর বোলিং করি। আর আমি সামিকে এই বিষয় নিয়ে অনেকদিন ধরেই লক্ষ্য করছি। কাছের থেকে দেখেছি। আর তাঁর বোলিংও রপ্ত করার চেষ্টা করেছি। আশা করি গোলাপি বলেও ভালো বোলিং করতে পারবো।

আরও পড়ুন, ইডেনে টিকিটের হাহাকার, ভারত-পাক ম্যাচের থেকেও বেশি উন্মাদনা বলছেন মহারাজ

প্রথম টেস্টে ভালো বোলিং করতে দেখা গিয়েছে বাংলাদেশের এই ক্রিকেটারকে। রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা সহ অজিঙ্কা রাহানেকে টেস্টে আউট করতে দেখা গিয়েছে আবু জায়েদকে। ২৬ বছর বয়সে বাংলাদেশের হয়ে বল হাতে বেশ ভালোই পারফর্ম করেছেন তিনি। আর সেই অনুযায়ী আগামী দিনেও এগিয়ে যেতে চান এই বাংলা টাইগার্স।

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News