মানালি বেড়াতে যাচ্ছেন? অ্যাডভেঞ্চারের শখ মিটিয়ে নেওয়ার সুযোগ ছাড়বেন না

বাঙালি বরাবরই অ্যাডভেঞ্চারপ্রিয়। ভারতের খুব কম প্রদেশের মানুষই বাঙালিদের মতো বেড়াতে যায়। অ্যাডভেঞ্চার স্পোর্টসেও পিছিয়ে নেই বাঙালি।

ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানালি। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক হিমাচল প্রদেশের এই শৈলশহরে বেড়াতে যান। হিমালয়ের অপরূপ শোভা, চমৎকার উপত্যকার নৈসর্গিক দৃশ্য়ের পাশাপাশি মানালির অন্যতম আকর্ষণ অ্যাডভেঞ্চার স্পোর্টস। অনেকেই মানালিতে শুধু ছুটি কাটানোর জন্য যান না, অ্যাডভেঞ্চারও করতে চান। এই শৈলশহরে নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। ট্রেকিং, পাহাড়ে মোটরবাইক চালানো, স্নো স্কুটার চালানো, জিপ লাইন, বোটিং, স্কিইংয়ের আনন্দ উপভোগ করতে কার না ভালো লাগে! মানালি, রোটাং পাসে গেলেই এই রোমাঞ্চ পাওয়া যায়। এই কারণেই এত মানুষ মানালি যান। এবারের শীতেও যাঁরা মানালি বেড়াতে যাচ্ছেন তাঁরা স্কিইং, স্নো স্কুটার চালানোর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসে যোগ দিতেই পারেন। ট্রেকিং, জিপ লাইন, বোটিং তো সারা বছরই রয়েছে। শীতকাল থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত বরফ পাওয়া যায়। শৈলশহরের প্রধান আকর্ষণ তো বরফই। এই হাতছানি এড়ানো কঠিন।

মানালির অন্যতম আকর্ষণ ট্রেকিং। খরচ শুরু জনপ্রতি ৫,৬০০ টাকা থেকে। কোথায়, কতজন যাচ্ছেন তার উপর খরচ অনেকটা নির্ভর করে। পাহাড়, জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতি অসামান্য। মানালিতে বিভিন্ন ট্রেক রুট রয়েছে। নদী, ঝর্ণা, পর্বতশৃঙ্গ, সবই দেখা যায় ট্রেকিংয়ের সময়। সাধারণ পর্যকদের জন্য ট্রেকিংয়ের সহজ পথ যেমন রয়েছে তেমনই কঠিন ট্রেক রুটও রয়েছে। পাহাড়ের পথ যত কঠিন হয় প্রাকৃতিক দৃশ্য ততই সুন্দর হয়। তবে শারীরিক সক্ষমতা বুঝে ট্রেক রুট বেছে নেওয়া উচিত।

Latest Videos

মানালি থেকে গাটা লুপস, মোরে প্লেইনস, বারালাচা লা পাস, খারদুং লা পাস, নুবরা ভ্যালি, কার্গিল, দ্রাস, প্য়াংগং সো, কেইলং, ট্যাংলং লা, রামসের মতো জায়গায় বাইক নিয়ে বেড়িয়ে পড়া যায়। পাহাড়ি পথে বাইক চালানো যেমন ঝুঁকির, তেমনই রোমাঞ্চকর। কোথায় যাচ্ছেন তার উপর খরচ নির্ভর করে।

সোলাং ভ্যালি, রোটাং পাসে স্নো স্কুটার চালানোর সুযোগ পাওয়া যায়। বরফের মধ্যে দিয়ে স্কুটার নিয়ে ২ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্নো স্কুটার। চাইলে নিজেই চালানো যায়, না হলে ট্রেনার থাকেন।

সোলাং ভ্যালি, রোটাং পাস, মাধি, গুলাবা, ধুন্ধির মতো অঞ্চলে স্কিইং করার জন্য দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমান। অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞদের জন্যও স্কিইংয়ের ব্যবস্থা রয়েছে।

প্যারাগ্লাইডিংও মানালির অন্যতম আকর্ষণ। তবে গ্রীষ্মকালে বেড়াতে গেলে তখনই প্যারাগ্লাইডিংয়ের সুযোগ পাওয়া যায়।

আরও পড়ুন-

পদত্যাগে নারাজ ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং, চলছে কুস্তিগীরদের অবস্থান

নিষিদ্ধ স্টেরয়েড সেবনের দায়ে নির্বাসিত হচ্ছেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ

ভারতীয় ক্রিকেটে আরও এক তারকার উত্থান, ২০৮ রানের বিক্রমে শুবমান-এ মোহিত ক্রিকেট দুনিয়া

Share this article
click me!

Latest Videos

Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP
Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News