যা হচ্ছে কাম্য নয়, কুস্তির ক্ষতি হচ্ছে, মন্তব্য পশ্চিমবঙ্গ কুস্তি ফেডারেশনের সচিবের

দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলচিল কুস্তিগীরদের আন্দোলন। রবিবার আন্দোলনকারীদের আটক করেছে পুলিশ। ফাঁকা করে দেওয়া হয়েছে যন্তর মন্তর।

দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্ণা এবং পুলিশের ধরপাকড়ের বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিচ্ছে পশ্চিমবঙ্গ কুস্তি সংস্থা। এশিয়ানেট নিউজ বাংলাকে পশ্চিমবঙ্গ কুস্তি সংস্থার সচিব অসিত কুমার সাহা বললেন, 'আমরা এত দূরে আছি। প্রকৃত ঘটনা আমাদের জানা নেই। ফলে ঠিক কী হচ্ছে সে ব্যাপারে কিছু বলতে পারব না। তাছাড়া মামলাটি আদালতের বিচারাধীন। এ ব্যাপারে কোনও মন্তব্য করা উচিত হবে না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এখন হাইকোর্টে শুনানি চলছে। তবে যে অভিযোগ উঠেছে সেটি যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা। সেক্ষেত্রে শাস্তি হওয়াই উচিত। তবে কী হবে তা আদালতই ঠিক করবে। আমরা কেউই বলতে পারব না।'

রবিবার নতুন সংসদ ভবনের বাইরে মহিলা সম্মান মহা পঞ্চায়েতের ডাক দেওয়া হয়। পুলিশের বাধা পেরিয়ে সেখানে যোগ দিতে যাওয়ার চেষ্টা করেন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো দেশের প্রথমসারির কুস্তিগীররা। তাঁদের জোর করে আটক করে পুলিশ। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এই ঘটনার নিন্দা করেছেন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ কুস্তি সংস্থার সচিবের বক্তব্য, 'সবকিছু গায়ের জোরে হয় না। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন ছিল। ফলে পুলিশ যে নিরাপত্তার কড়াকড়ি করবে তা স্বাভাবিক। এই ব্যবস্থা মেনে চলা উচিত ছিল আন্দোলনকারীদের। সংসদের প্রতি সম্মান জানানো উচিত ছিল। তাছাড়া রবিবার যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, তার সঙ্গে কুস্তির কোনও সম্পর্ক নেই। কুস্তি রাস্তায় নেমে এসেছে দেখে খারাপ লাগছে। যা হচ্ছে তা কুস্তির পক্ষে মোটেই ভালো নয়। এতে কুস্তিরই ক্ষতি হচ্ছে।'

Latest Videos

এদিকে সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যন্তর মন্তরে আর কুস্তিগীরদের অবস্থান চালিয়ে যেতে দেওয়া হবে না। অন্য কোনও জায়গায় তাঁরা আন্দোলন চালাতে পারেন। নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনার ট্যুইট করে জানিয়েছেন, ‘যন্তর মন্তরে কুস্তিগীরদের বিক্ষোভ ভালোভাবেই চলছিল। রবিবার আন্দোলনকারীরা আইন লঙ্ঘন করেন। আমরা বারবার অনুরোধ করলেও তাঁরা শোনেননি। এই কারণেই আমরা আন্দোলনস্থল ফাঁকা করে দিয়েছি। যদি কুস্তিগীররা ভবিষ্যতে ফের ধর্ণায় বসার অনুমতি চেয়ে আবেদন করেন, তাহলে যন্তর মন্তরের পরিবর্তে অন্য কোনও জায়গায় তাঁদের অবস্থানের অনুমতি দেওয়া হবে। যন্তর মন্তরে আর কুস্তিগীরদের অবস্থানের অনুমতি দেওয়া হবে না।’

আরও পড়ুন-

কুস্তিগীরদের আন্দোলনে দিল্লি পুলিশের দমন-পীড়নের নিন্দায় নীরজ চোপড়া, সুনীল ছেত্রী

পুলিশের বাধা টপকে নতুন সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা, আটক কুস্তিগীররা

আর্থিক সমস্যায় চিকিৎসা করাতে পারছেন না, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পিয়ালির

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia