আবার বিক্রি হল স্পোর্টস ইলাস্ট্রেটেড! আসতে চলেছে লাইভ ইভেন্ট, কনফারেন্স, জুয়া, ভিডিও গেমস-এ

  • ফের বিক্রি বিখ্যাত মার্কিন ক্রীড়া পত্রিকা স্পোর্টস ইলাস্ট্রেটেড
  • দুই বছরের মধ্যে দ্বিতীয়বার
  • প্রকাশনায় অবশ্য এখনই বদল আসছে না
  • নতুন মালিক স্পোর্টস ইলাস্ট্রেটেডকে আনতে চায় নতুন প্ল্যাটফর্মে

 

দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের জন্য বিক্রি হয়ে গেল বিখ্যাত মার্কিন ক্রীড়া পত্রিকা 'স্পোর্টস ইলাস্ট্রেটেড'। প্রতি ১১০ মিলিয়ন ডলারে এই পত্রিকার মালিকানা সত্ত্ব কিনেছে  'অথেনটিক ব্র্যান্ডস গ্রুপ'। তবে পত্রিকাটির প্রকাশনায় থেকেও তার ব্র্যান্ড মূল্যে ব্যবহার করাতেই তাদের বেশি নজর রয়েছে।

২০১৮ সালে 'টাইম ইনকর্পোরেশন' ক্রয় করেছিল 'মেরেডিথ কর্পোরেশন'। টাইম-এর অন্য়ান্য বিভিন্ন প্রকাশনা সঙ্গে সঙ্গে 'স্পোর্টস ইলাস্ট্রেটেড'-এর মালিকানাও তাদের হাতে আসে। তবে 'মেরেডিথ কর্পোরেশন'-এর প্রধান ফোকাস মহিলা পাঠকরা। 'টাইম ইনকর্পোরেশন'-এর যেসব পত্রিকা মহিলাদের জন্য নয়, সেগুলি একে একে তারা বিক্রি করে দিয়েছে। এবাহর সেই তালিকাতেই সংযুক্ত হল স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর নাম।

Latest Videos

ক্রীড়া সাংবাদিকতার জগতে স্পোর্টস ইলাস্ট্রেটেডকে কিংবদন্তি বলা যেতে পারে। দশকের পর দশক ধরে একদিকে দিকপাল ক্রীড়া সাংবাদিকদের লেখায়, আরেকদিকে তাবড় চিত্র-সাংবাদিকদের তোলা অসাধারণ সব ছবিতে সম্বৃদ্ধ হয়েছে এই পত্রিকা। এর প্রচ্ছদ কাহিনিতে স্থান পাওয়াকে ক্রীড়া জগতের অত্যন্ত বড় প্রাপ্তি হিসেবে ধরা হয়।

তবে এখন মানুষের খবর সংগ্রহের অভ্যাসটা ক্রমেই পাল্টে যাচ্ছে। বিশেষ করে খেলার জগতের তাৎক্ষণিক খবরাখবরের জন্য মানুষ পত্রিকার থেকে বেশি বেছে নিচ্ছেন টেলিভিশন চ্যানেল বা ওয়েবসাইটকে। তবে তারপরেও স্পোর্টস ইলাস্ট্রেটেড তার আকর্ষণ হারায়নি, এমনটাই দাবি পত্রিকাটির প্রকাশনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। তবে জনপ্রিয়তা যে কিছুটা হলেও কমেছে, তা মানছেন তাঁরা।

মেরেডিথ কর্পোরেশনের মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে বছরে ২৭টি সংখ্যা বের হয় স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর। তাতে লাভ হয় ভালোই। তারপরেও এই ব্র্যান্ডকে বিক্রিক করে দেওয়া হয়েছে। তবে এখনও প্রকাশনার বিষয়টি দেখাশোনা করবে মেরেডিথ-ই। বদলে অথেনটিক ব্র্যান্সকে তাএকটি সলাইসেন্স ফি দেবে। আর অথেনটিক ব্র্য়ান্ডস স্পোর্টস ইলাস্ট্রেটেডকে অন্যান্য প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা করছে। লাইভ ইভেন্ট, কনফারেন্স, জুয়া, ভিডিও গেমস-এর মাধ্যমে স্পোর্টস ইলাস্ট্রেটেডকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও