পরনে এক কাঁধ খোলা হলুদ পোশাক। নতুন রিল পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জাহ্নবী। নাচে মজেছেন সাইফ কন্যা সারা আলি। রণবীর সিং-এর সঙ্গে নাচ করতে দেখা গেল তাঁকে। কখনও আবার একাই নাচ করলেন বলি সুন্দরী। বৃষ্টির মধ্যেই তুমুল নাচ মুসকান শর্মার।
ইনস্টাগ্রাম মানেই এখন ইনস্টা রিল। এই ইনস্টা রিলে মজে রয়েছেন এখন টলি থেকে বলি সব তারকারাই। ইনস্টাগ্রামেরহ হাত ধরে একের পর এক রিল ভিডিও ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। এই রিল এখন বিনোদনের এক মাধ্যম হয়ে উঠেছে। খুব অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় ইনস্টাগ্রাম রিল। সেই রিলেই নজর কেড়ছান বেশ কিছু বলি তারকারা। যাদের কিছু নতুন রিল এই মুহূর্তে ভাইরাল। পরনে এক কাঁধ খোলা হলুদ পোশাক। নতুন রিল পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জাহ্নবী। নাচে মজেছেন সাইফ কন্যা সারা আলি। রণবীর সিং-এর সঙ্গে নাচ করতে দেখা গেল তাঁকে। কখনও আবার একাই নাচ করলেন বলি সুন্দরী। বৃষ্টির মধ্যেই তুমুল নাচ মুসকান শর্মার। নাচতে নাচতেই বদলে গেল পোশাক। বিশ্ব সুন্দরী হারনাজের সঙ্গে উর্বশী রাউতেলা। এক ফ্রেমেই বন্দি হলেন দুই সুন্দরী। ট্রেন্ড রিলে মজেছেন শমিতা শেঠি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করতেই ভাইরাল। কী শোনাতে চাইলেন হৃত্বিক রোশন। রিল ভিডিওয় নজর কাড়লেন অভিনেতা।